Sukanta Majumdar: ‘‘ 'স্যার' তাদের কানমলা দেবে, ’’ কাদের বললেন সুকান্ত মজুমদার? কেনই বা বললেন..
- Published by:Satabdi Adhikary
- Reported by:Susmita Mondal
Last Updated:
অর্থাৎ, ২০০৩ সালে ১৮ বছর বয়স হয়নি বলে সেই সময় ভোটার লিস্টের নাম ছিল না। পরে তার ১৮ বছর হয়েছে। তেমন হলে আপনার মা-বাবার নাম ছিল। সেই প্রমাণ দেখালেই আপনার নাম উঠে যাবে। আর যে সমস্ত রাজনৈতিক দল শুধুমাত্র ভোটব্যাঙ্কের জন্য অনুপ্রবেশকারী বাংলাদেশিদের এ রাজ্যে রাখার পরিকল্পনা করছে স্যার তাদের কানমলা দেবে। ঠিক যেমন আগেকার দিনে পড়া না পারলে মাস্টার মশাই বা স্যার কানমোলা দিতেন তেমনি। "
কলকাতা: কলকাতা আইসিসিআর-এ এক দেশ এক নির্বাচন নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মঙ্গলবার খুব সহজ সরল ভাবে এসআইআর তথা নাগরিকত্ব সংক্রান্ত একাধিক ব্যাখ্যা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। মোদি সরকার নাগরিকত্ব ইস্যূতে একটি নতুন গেজেট নোটিফিকেশন জারি করেছে সেটা নিয়েও বক্তব্য রাখেন তিনি। এসআইআর নিয়ে বিরোধীরা প্রতিবাদে সরব। তাঁরা বলছেন, এর ফলে নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। মানুষকে হেনস্থা করা হচ্ছে। সেখানে দাঁড়িয়ে আজ এসআইআর ঠিক কী, তা খুব সহজ করে বোঝালেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। দূর করলেন একাধিক বিভ্রান্তি।
তিনি বলেন, “দুটো লাইনে এসআইআর বুঝে নিন, এটা নিয়ে বিভ্রান্তি নেই। ২০০২-০৩ সালে পশ্চিমবঙ্গে শেষ এসআইআর হয়েছিল। ২০০২-০৩ সালে ভোটার লিস্টে আপনার নাম থাকলে আপনি ওকে। অর্থাৎ, আপনার নাম এবারেও উঠে যাবে। তবে আরেকজন বলতে পারেন সেই সময় আপনার বয়স ১৮ বছর হয়নি।
advertisement
advertisement
অর্থাৎ, ২০০৩ সালে ১৮ বছর বয়স হয়নি বলে সেই সময় ভোটার লিস্টের নাম ছিল না। পরে তার ১৮ বছর হয়েছে। তেমন হলে আপনার মা-বাবার নাম ছিল। সেই প্রমাণ দেখালেই আপনার নাম উঠে যাবে। আর যে সমস্ত রাজনৈতিক দল শুধুমাত্র ভোটব্যাঙ্কের জন্য অনুপ্রবেশকারী বাংলাদেশিদের এ রাজ্যে রাখার পরিকল্পনা করছে স্যার তাদের কানমলা দেবে। ঠিক যেমন আগেকার দিনে পড়া না পারলে মাস্টার মশাই বা স্যার কানমোলা দিতেন তেমনি। “
advertisement
এরপর কেন্দ্রীয় মন্ত্রী কটাক্ষ করে বলেন, “কিন্তু আপনি বলছেন ২০০২ সালে আমার নাম নেই। এখন আমার নাম তুলতে হবে। তার মানে কী? বলছেন আপনার বাবা মায়ের নামও নেই। তার মানে কী? প্রশ্ন তাহলে আপনি কোথা থেকে এলেন? খেজুর গাছ থেকে টপকালেন, নাকি মাটি খুঁড়ে বেরোলেন? সেটা আগে বলুন। এর দুটো অপশন হতে পারে, হয় আপনি অনুপ্রবেশকারী আর না হয় অত্যাচারিত হিন্দু।”
advertisement
তবে তিনি জানান, তিনি প্রধানমন্ত্রীর কাছে আগামী দিনে আবেদন জানাবেন যে সিএএ-র মধ্যে পরিবর্তন এনে যেন তাদের সিএএ-র মাধ্যমেই ভারতের নাগরিকত্ব প্রদান করা হয়, যাতে তাড়াতাড়ি তাদের নাগরিকত্ব দেওয়া যায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
September 04, 2025 2:03 PM IST