India vs Sri Lanka: ব্যাটে-বলে দাপট! শ্রীলঙ্কাকে হেলায় হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত

Last Updated:

Indian Women Cricket Team Beat Sri Lanka By 59 Run: দুরন্ত জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে ব্যাটে-বলে দাপট দেখিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫৯ রানের বড় ব্যবধানে জয় পেল টিম ইন্ডিয়া।

News18
News18
দুরন্ত জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে ব্যাটে-বলে দাপট দেখিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫৯ রানের বড় ব্যবধানে জয় পেল টিম ইন্ডিয়া। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে ৪৭ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৯ রান করে ভারত। চাপের মধ্যে অনবদ্য ইনিংস খেলেন অমনজ্যোৎ কউর ও দীপ্তি শর্মা। দুজনেই হাফ সেঞ্চুরি করেন। রান তাড়া করতে নেমে ২১১ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ডিএলএস নিয়মে ৫৯ রানে ম্যাচ জেতে ভারত।
ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ওপেনিং জুটিতে শুরু ভাল না হলেও প্রতীকা রাওয়াল ও হারলিন দেওল মিলে ৬৭ রানের পার্টনারশিপ করেন। এরপর হরমনপ্রীত কউরও শুরুটা ভাল করলেও বড় স্কোর করতে পারেননি। ২৬তম ওভারে ইনোকা রানাভীরার হাতে ভারত হারায় হারলিন, জেমাইমা রদ্রিগেজ (০) ও অধিনায়ক হারমানপ্রীত কৌরের (২১) উইকেট। যার ফলে ভারতীয় দলের স্কোর ১২০/২ থেকে ১২১/৫ হয়ে যায়।
advertisement
পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। এরপর অমনজোৎ কৌর ও দীপ্তি শর্মার হাফ সেঞ্চুরি এবং তাদের শতরানের পার্টনারশিপের সুবাদে ভারতের স্কোর দাঁড়ায় ৪৭ ওভারে ২৬৯/৮। অমনজ্যোৎ ৫৭ ও দীপ্তি ৫৩ রান করেন। কঠিন পরিস্থিতিতে যেভাবে এই দুই ব্যাটার ইনিংস খেলেছেন ও ভারতকে বিপদ থেকে উদ্ধার করেছেন, তা এক কথায় অনবদ্য। শেষের দিকে স্নেহ রানার ১৫ বলে ২৮ রানের ক্যামিও ষোল কলা পূর্ণ করে।
advertisement
advertisement
রান তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। চামরি আত্তাপাত্তু ৪৩, নিলাক্ষী ডি সিলভা ৩৫, হর্ষিতা সামারাউইকরামা ২৯ রানের ইনিংস খেলে কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না। ভারতের সকল বোলাররা এদিন উইকেট পাওয়ার খাতায় নাম লেখান। সর্বোচ্চ ৩টি উইকেট নেন দীপ্তি শর্মা। ২১১ রানে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। ৫ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।
বাংলা খবর/ খবর/খেলা/
India vs Sri Lanka: ব্যাটে-বলে দাপট! শ্রীলঙ্কাকে হেলায় হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement