বিধাননগরের পরবর্তী মেয়র কে?দৌড়ে এগিয়ে সুজিত
Last Updated:
এতদিন দৌড়ে ছিলেন তাপস চট্টোপাধ্যায় ও কৃষ্ণা চক্রবর্তী। বিধাননগরের মেয়রের দৌড়ে হঠাৎ এগিয়ে গেলেন সুজিত বসু। ইতিমধ্যে বিধাননগরের ভোটার তালিকায় নাম তোলার আবেদনও করেছেন তিনি। তৃণমূল সূত্রে খবর, কাঁটা দিয়ে কাঁটা তোলার নীতিতেই, সব্যসাচীর চেয়ারে সুজিতকে বসানোর পরিকল্পনা।
একজন বিধানগরের পদত্যাগী মেয়র। আরেকজন বিধাননগরের বিধায়ক। সঙ্গে মন্ত্রিসভার সদস্যও। দলীয় রাজনীতির সমীকরণে দু'জনের অবস্থান একে অপরের বিপরীতে। নিন্দুকেরা বলেন দু'জনের ব্যক্তিগত সম্পর্কও নাকি সাপে-নেউলে। এবার বিধাননগরের মেয়র-ধাঁধা সমাধানে কাঁটা দিয়ে কাঁটা তোলার কৌশল নেওয়া হয়েছে। তৃণমূল সূত্রে খবর, বিধানগরের পরবর্তী মেয়র হতে পারেন সব্যসাচীর প্রতিদ্বন্দ্বী সুজিত বসুই।
বৃহস্পতিবার সব্যসাচীর পদত্যাগের আগে থেকেই মেয়েরের দৌড়ে ছিলেন ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায় এবং চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তী। সেই দৌড়েই এখন ডার্ক হর্স হিসেবে এগিয়ে সুজিত বসু। কিন্তু কীভাবে দৌড়ে পিছিয়ে পড়লেন তাপস ও কৃষ্ণা? তৃণমূলের অন্দর থেকেই উঠে আসছে উত্তরটা।
advertisement
advertisement
দৌড়ে এগিয়ে সুজিত
- বছর চারেক আগে সিপিএম থেকে তৃণমূলে যোগ দেন তাপস চট্টোপাধ্যায়
- বিধাননগরের ডেপুটি মেয়র আদতে রাজারহাট এলাকার কাউন্সিলর
- তাঁকে মেয়র পদে মানতে আপত্তি রয়েছে সল্টলেকের কাউন্সিলরদের বড় অংশের
- চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তীকে নিয়েও আপত্তি রয়েছে একাধিক কাউন্সিলরদের
- তাই সবদিক থেকে সুজিত বসুই মেয়র পদে সবচেয়ে গ্রহণযোগ্য বলে তৃণমূল সূত্রে খবর
advertisement
পুর আইন অনুযায়ী কাউন্সিলর হতে গেলে সেই পুর এলাকার ভোটার হওয়া বাধ্যতামূলক। সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভার ভোটার। ইতিমধ্যেই বিধাননগরের ভোটার হতে আবেদন করেছেন তিনি। তারপরই বেড়েছে মেয়রের কুর্সিতে সুজিত বসুর বসার জল্পনা। নিউজ এইটিন বাংলা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 20, 2019 11:41 AM IST