রাত থেকেই শ্বাসকষ্ট..., হাসপাতালে নিয়ে যাওয়া হল 'কালীঘাটের কাকু' সুজয় কৃষ্ণকে
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:Anup Chakraborty
Last Updated:
Sujay Krishna Bhadra: শারীরিক ভাবে আদালতে হাজিরার আগেই ফের অসুস্থ। এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে নিয়োগ কেলেঙ্কারিতে ধৃত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে।
কলকাতা: শারীরিক ভাবে আদালতে হাজিরার আগেই ফের অসুস্থ। এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে নিয়োগ কেলেঙ্কারিতে ধৃত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে এই মুহূর্তে কার্ডিও ডিপার্টমেন্টে আছেন তিনি। আজ সোমবারই তাকে আদালতে সশরীরে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এরই মধ্যে গতকাল অর্থাৎ রবিবার রাত থেকে তাঁর শ্বাসকষ্ট শুরু হয় বলেই সূত্রের খবর।
সোমবার সকালে জেল হাসপাতালের তরফে এসএসকেএমে যোগাযোগ করা হয়। চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে পাঠাতে বলা হয়। চিকিৎসকদের পরামর্শ মতো এরপরেই জেল কর্তৃপক্ষ সুজয় কৃষ্ণ ভদ্রকে এসএসকেএম হাসপাতালে পাঠায়। তবে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা চলছে। পরীক্ষার পর সব রিপোর্ট দেখে সুজয় কৃষ্ণ ভদ্রকে ভর্তি নেওয়া হতে পারে বলেই হাসপাতাল সূত্রে খবর। তবে ভর্তি হতে হবে কি না চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন যাবতীয় পরীক্ষার পরই।
advertisement
advertisement
প্রসঙ্গত এর আগেও বেশ কয়েকবার অসুস্থ হয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র। এবার ফের অসুস্থ কালীঘাটের কাকু। রবিবার রাত থেকেই প্রেসিডেন্সি জেলের মধ্যে আচমকা অসুস্থ হয়ে পড়লেন তিনি। সুজয় কৃষ্ণ ভদ্রর শারীরিক অবস্থার দিকে নজর রাখা হবে। তাঁর মেডিকেল রিপোর্টের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে আদালত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 30, 2024 1:43 PM IST