পার্কস্ট্রিট স্টেশনে আত্মহত্যার চেষ্টা যুবকের, কোন রুটে বন্ধ মেট্রো, কোথায় চলছে
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
মঙ্গলবার দুপুর ১২টা ৬ মিনিট নাগাদ পার্ক স্ট্রিট স্টেশনের ডাউন লাইনে আগত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক যুবক।
#কলকাতা: কলকাতা মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। মঙ্গলবার পার্ক স্ট্রিট স্টেশনে এই ঘটনার পর ব্যাহত হল মেট্রো চলাচল। বেশ কয়েকটি স্টেশনে মেট্রো চলাচল বন্ধ।
মঙ্গলবার দুপুর ১২টা ৬ মিনিট নাগাদ পার্ক স্ট্রিট স্টেশনের ডাউন লাইনে আগত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক যুবক। চালকের তাৎক্ষণিক বুদ্ধির কারণে অল্পের জন্য প্রাণ বেঁচে গিয়েছে তাঁর।
advertisement
advertisement
এই ঘটনার জেরে মেট্রো রুটের অনেকাংশ বন্ধ করে দেওয়া হয়েছে। আপাতত দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল করবে এবং অন্যদিকে মহানায়ক উত্তমকুমার থেকে মাস্টারদা সূর্যসেন পর্যন্ত চলাচল করবে মেট্রো। পার্ক স্ট্রিট পর্যন্ত আপ ও ডাউন লাইনে পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
তবে খুব তাড়াতাড়ি পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছে কর্তৃপক্ষ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 11, 2022 2:03 PM IST