Sudip Banerjee: 'তাহারি মাঝখানে, আমি পেয়েছি', তাপসের বাড়ির কাছেই গান ধরলেন সুদীপ

Last Updated:

Sudip Banerjee: গত কয়েকদিন ধরেই সুদীপ বন্দ্যোপাধ্যায়-তাপস রায় দ্বৈরথ আলোচনার কেন্দ্রবিন্দুতে। তারই মধ্যে সুদীপের এই গান বিশেষ কাউকে উদ্দেশ্য করে কিনা তা নিয়ে চর্চা শুরু হয়েছে।

অব্যাহত দ্বৈরথ
অব্যাহত দ্বৈরথ
#কলকাতা: তাপসের বাড়ি থেকে ঢিল ছোঁড়া দুরত্বে গান গাইলেন সুদীপ। উপলক্ষ্য ছিল বিজয়া সম্মিলনী। সেখানেই গান গাইলেন উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেস সাংসদ। সুদীপ বন্দোপাধ্যায়ের গলায় শোনা গেল গান, 'আকাশ ভরা সূর্যতারা' রবীন্দ্রসঙ্গীত। চৌরঙ্গী বিধানসভার বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছিল, বৌবাজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড়ে৷ সেখানেই সঙ্গীত পরিবেশন করেন তিনি৷
প্রসঙ্গত, এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুদীপ সহধর্মিণী নয়না বন্দোপাধ্যায়। গত কয়েকদিন ধরেই সুদীপ বন্দ্যোপাধ্যায়-তাপস রায় দ্বৈরথ আলোচনার কেন্দ্রবিন্দুতে। তারই মধ্যে সুদীপের এই গান বিশেষ কাউকে উদ্দেশ্য করে কিনা তা নিয়ে চর্চা শুরু হয়েছে। বিশেষ করে, "তাহারি মাঝখানে, আমি পেয়েছি,আমি পেয়েছি মোর স্থান, বিস্ময়ে তাই জাগে আমার গান,জাগে আমার গান" এই গানের লাইন বেশ কয়েকবার গেয়েছেন সুদীপ বন্দোপাধ্যায়।
advertisement
advertisement
দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি মুখ খুলেছিলেন বিধায়ক তাপস রায়৷ সাংসদের বিরুদ্ধে দলের অন্যতম পুরনো বিধায়ক এ ভাবে সরব হওয়ায় স্বভাবতই অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব৷ উত্তর কলকাতায় দলের সংগঠনের এই অভ্যন্তরীণ কোন্দল মেটাতে তাই তড়িঘড়ি উদ্যোগী হয় শাসক দল৷ ইতিমধ্যেই তাপস রায়ের সঙ্গে কথা বলেছেন দলের সিনিয়র নেতারা৷পাশাপাশি তাপস রায়ের ক্ষোভ প্রশমনে  বরানগরের বিধায়েকর বাড়িতে যান দলের অন্যতম সাধারণ সম্পাদক এবং মুখপাত্র কুণাল ঘোষ৷ বরাবর দলের শৃঙ্খলা মেনে চলা তাপসের গলায় কেন বিদ্রোহের সুর, তা জানতেই উদ্যোগী হয়েছেন তৃণমূল নেতারা৷
advertisement
তৃণমূলের প্রাক্তন ছাত্র নেতা তমোঘ্ন ঘোষকে সম্প্রতি উত্তর কলকাতার সাংগঠনিক সভাপতি করে বিজেপি৷ এর পরেই তমোঘ্ন এবং তাঁর পরিবারের সঙ্গে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠতা নিয়ে তৃণমূলের অন্দরেই বিতর্ক শুরু হয়। তৃণমূল সাংসদের বিরুদ্ধে সরাসরি মুখ খোলেন তাপস রায়৷ তিনি বলেন, 'তমোঘ্নকে দিদিমণির সামনে নিয়ে গিয়েছিলেন সুদীপ বন্দোপাধ্যায়। ছাত্র পরিষদের জন্য৷ ওর বাবা তপন ঘোষ সাংসদের সচিব। কে যে কার ব্যক্তি স্বার্থে কী করেন, সেটা দেখার। সবাই সব জানে। তমোঘ্নদের বাড়িতে দুর্গাপুজো হয়, সেখানে শুভেন্দু-সুদীপ-কল্যাণ চৌবে গিয়েছিলেন। সবাই সব খোঁজ রাখেন। দলকে এখন দেখতে হবে, কাদের কাদের মানুষের কাছে গ্রহণযোগ্যতা আছে। আমি ৫১ বছর ধরে রাজনীতিতে আছি। আমি অনেক কিছুই জানি৷ আমি কিন্তু চিনতে পেরেছি, চিহ্নিত করেছি।'
advertisement
ক্ষোভের সঙ্গে তাপস রায় আরও অভিযোগ করেন, দলের মধ্যে থেকেই অনেকে তৃণমূলের ক্ষতি করার চেষ্টা করছেন৷ যদিও তাপসের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে চুপ থাকেননি সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ তিনিও জানিয়েছিলেন, "হাতি চলে বাজার... "গত বেশ কিছু দিন ধরেই তাপস রায়ের গলায় বিদ্রোহ এবং হতাশার সুর শোনা গিয়েছে৷ রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত দেওয়া থেকে শুরু করে দলের ছাত্র নেতাদের আচরণ নিয়ে সরব হওয়া, বার বার মুখ খুলেছেন তাপস৷ এরই মধ্যে তাপসের বাড়ির কাছাকাছি সুদীপের গান নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sudip Banerjee: 'তাহারি মাঝখানে, আমি পেয়েছি', তাপসের বাড়ির কাছেই গান ধরলেন সুদীপ
Next Article
advertisement
West Bengal Weather Update: জেলায় জেলায় শীতের আমেজ, আগামী ক’দিন তাপমাত্রা কতটা নামার সম্ভাবনা, দেখে নিন
জেলায় জেলায় শীতের আমেজ, আগামী ক’দিন তাপমাত্রা কতটা নামার সম্ভাবনা, দেখে নিন
  • জেলায় জেলায় শীতের আমেজ

  • আগামী ক’দিন তাপমাত্রা কতটা নামার সম্ভাবনা?

  • দেখে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement