Subrata Mukherjee Passes Away: সবুজ-মেরুন পতাকায় মোড়া হল দেহ, সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতিতে আচ্ছন্ন কলকাতা ময়দান!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Subrata Mukherjee Passes Away: সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকের ছায়া ময়দানে। মোহনবাগানের সঙ্গে যেন ওতপ্রোতভাবে জড়িত ছিলেন ময়দান ভালোবাসা মানুষটি।
#কলকাতা: প্রয়াত হলেন রাজ্যের প্রবীণ ও দক্ষ রাজনীতিবিদ সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee Passes Away)। বৃহস্পতিবার রাতে এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী (Subrata Mukherjee)৷ বেশ কিছুদিন যাবৎ অসুস্থ থাকলেও তাঁর অকস্মাৎ মৃত্যুর খবরে নেমে এসেছে শোকের ছায়া। রাজনৈতিক পরিমণ্ডল থেকে সাধারণ মানুষ, কেউই মেনে নিতে পারছেন না স্বভাব রসিক, স্মিতভাষী মানুষটির (Subrata Mukherjee Passes Away) চলে যাওয়া।
মাত্র ৭৫ বছর বয়সে সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) আকস্মিক প্রয়াণে যে, শুধু রাজনৈতিকমহলে শোকের ছায়া নেমে এসেছে, তাই নয়। একইসঙ্গে শোকাতুর ময়দানও। আলোর উৎসবের দিনেও মোহনবাগান তাঁবুতে নেমে এল যেন অন্ধকার।
advertisement

advertisement
মোহনবাগান (MohunBagan)-অন্ত প্রাণ মানুষটা যেভাবে এভাবে চলে যাবেন, সেটা বোধহয় কেউ কল্পনাও করতে পারেনি। শোকবার্তা জ্ঞাপনে ধরে আসছিল ক্লাব সচিব সৃঞ্জয় বোসের গলা। তাঁর কোথায় স্পষ্ট তিনি ক্লাবের একজন সহযোদ্ধা নন, হারালেন একজন অভিভাবককে (Subrata Mukherjee Passes Away)। মোহনবাগান (Mohun Bagan) সচিব এদিন বলেন, “ভাবতে পারছি না, সুব্রতদা এভাবে আমাদের ছেড়ে চলে যাবেন। কী বলব? বলার মতো কোনও ভাষা খুঁজে পাচ্ছি না। আমি একজন অভিভাবকে হারালাম। আমার কাছে অপূরণীয় ক্ষতি।”
advertisement
বর্তমানে মোহনবাগান (MohunBagan) ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ছিলেন সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee Passes Away)। কিন্তু ক্লাবের হয়ে কাজ করতে তাঁর কখনওই কোনও পদের দরকার হত না। সবসময় মোহনবাগানের সঙ্গে যেন ওতপ্রোতভাবে জড়িত ছিলেন ময়দান ভালোবাসা মানুষটি। ক্লাবের পক্ষ থেকে জানানো হয় সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে শোক জানিয়ে শুক্রবার ক্লাবের পতাকা অর্ধনমিত রাখা হবে।
advertisement
Mohun Bagan club condoles the sad demise of our Vice President Shri Subrata Mukherjee. He was an ardent fan of Mohun Bagan. May his soul rest in peace. pic.twitter.com/d7DwdURBbB
— Mohun Bagan (@Mohun_Bagan) November 4, 2021
এদিন সকালেই আপাদমস্তক এই মোহনবাগানপ্রেমীকে শেষশ্রদ্ধা জানাতে রবীন্দ্র সদন যান ক্লাবের সচিব সৃঞ্জয় বোস, ক্লাবের অর্থসচিব দেবাশিস দত্ত এবং প্রাক্তন ফুটবলার সত্যজিত চট্টোপাধ্যায়। শেষবারের মতো সুব্রতবাবুকে শ্রদ্ধা জানিয়ে তাঁর দেহ সবুজ-মেরুন পতাকায় মুড়িয়ে দেন মোহনবাগান কর্তারা।
advertisement
শুধু ফুটবল নয়, ময়দানের অন্যান্য খেলার সঙ্গেও যুক্ত ছিলেন সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee Passes Away)। রাজ্য কবাডি অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী৷ তাঁর প্রয়াণে কবাডিতেও বিরাট ধাক্কা। একটা সময় যুক্ত ছিলেন বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সঙ্গেও। ইডেনে ক্রিকেট ম্যাচ হলেও সবরকমভাবে সাহায্য করতেন তিনি। স্বভাবতাই তাঁর মৃত্যুতে শোকাচ্ছন্ন কলকাতা ময়দান। চিরসবুজ সেই মানুষটার স্মৃতিতে আজ যেন আদ্যোপান্ত ঘিরে আছে সবুজ ময়দান।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 05, 2021 2:31 PM IST