রেশনের সামগ্রী নিয়ে নিশানায় মমতা-সরকার, চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দু অধিকারীর
- Published by:Raima Chakraborty
Last Updated:
নালিশ জানিয়ে পীযূষ গয়ালকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু।
#কলকাতা: কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল থেকে ফান্ড ডাইভারশন। বারবারই রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগে সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার আরও এক নয়া গুরুতর অভিযোগ সামনে আনলেন শুভেন্দু অধিকারী।
উৎসবের মরশুমে রাজ্য সরকারের পক্ষ থেকে খাদ্য ও সরবরাহ দফতরের উদ্যোগে একটি পোস্টার প্রকাশ করা হয়েছে। এখানে দেখা গিয়েছে, রাজ্য সরকারের লোগো এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো 'উৎসবের মরশুমে আনন্দ থাক সবার প্রাণে' শীর্ষক একটি পোস্টারে রাজ্যবাসী রেশন সামগ্রীর ময়দা, চিনি ও তেল পাবেন বলে উল্লেখ রয়েছে। আর এই পোস্টারকে হাতিয়ার করেই এবার শুভেন্দু অধিকারী সুর চড়ালেন।
advertisement

advertisement
আরও পড়ুন: অগ্নিমূল্য বাজারে দর করে সবজি কিনলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, দেখুন
তাঁর দাবি, এটি কেন্দ্রীয় সরকারি প্রকল্প। রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের কৃতিত্ব নিজের বলে চালাচ্ছেন। এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের রাজ্যে নাম পরিবর্তন করে কৃতিত্ব দাবি করার পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্পের ফান্ড ডাইভারশন করে একাধিক বেনিয়ম করেছেন'। এই সংক্রান্ত সমস্ত নথি-সহ কেন্দ্রের সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী পীযূষ গয়ালকে শনিবার চিঠি লিখে নালিশ জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় মন্ত্রীকে লেখা দু'পাতার চিঠিতে শুভেন্দু অধিকারী উল্লেখ করেছেন, ' সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার কেন্দ্রের পাঠানো খাদ্য সামগ্রী সাধারণ মানুষের মধ্যে সরবরাহ করে এটিকে মমতা সরকারের কৃতিত্ব বলে দাবি করছেন। অবিলম্বে আপনি এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নিয়ে এই খাদ্য প্রকল্পে যেন কেন্দ্রীয় সরকারের উল্লেখ থাকে তার ব্যবস্থা করুন'।
advertisement
আরও পড়ুন: বদলে যাচ্ছে আর্মেনিয়ান ঘাট, ইতিহাস-আধুনিকতার ছোঁয়ায় এবার আরও আকর্ষণীয়!
প্রসঙ্গত, বেহাল আইনশৃঙ্খলার প্রশ্নের পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল থেকে অনৈতিকভাবে ফান্ড ডাইভারশন-সহ নানা ইস্যুতে রাজ্য সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লিখে অগেই নালিশ জানিয়েছেন শুভেন্দু। এবার কেন্দ্রীয় প্রকল্পের টাকায় খাদ্য সামগ্রী বিতরণ বিষয়ক রাজ্য সরকারের একটি পোস্টার নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়ালকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
October 16, 2022 7:47 AM IST