Jadavpur Student Death : পড়ুয়ার শরীরে একাধিক আঘাত! যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের ছাত্রের রহস্যমৃত্যুতে শুরু হল তদন্ত
- Published by:Teesta Barman
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Jadavpur Student Death : গতকাল, বুধবার রাত ১১টা ৪৫ মিনিট নাগাদ হস্টেলের তিনতলার বারান্দা থেকে পড়ে গিয়েছিলেন ছাত্র। অন্য পড়ুয়ারা ভারী কিছু পড়ার শব্দে বেরিয়ে আসেন।
কলকাতা: হস্টেলের বারান্দা থেকে পড়ে রহস্যমৃত্যু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের। গতকাল বুধবার, যাদবপুর থানার পাশে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলের এ ব্লকের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয় পড়ুয়ার। গুরুতর জখম অবস্থায় কেপিসি-তে ভর্তি করানো হয় গতকাল রাতেই। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টে নাগাদ মৃত্যু হয় তাঁর।
নদীয়ার বগুলার বাসিন্দা স্বপ্নদীপ কুন্ডু স্নাতক স্তরে বাংলা বিভাগে প্রথম বর্ষে ভর্তি হন দু’দিন আগে। গতকাল প্রথম ক্লাস থাকলেও ক্লাসে যোগ দেননি ১৮ বছরের ছাত্র। নেপথ্যে র্যাগিংয়ের ঘটনা রয়েছে বলেই দাবি। বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্ট রয়েছেন হাসপাতালে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অমিতাভ দত্ত বলেন, ‘‘আমরা তদন্ত করবো। আপনাদের জানানো হবে। রেজিস্ট্রার গোটা ঘটনা সম্পর্কে আপনাদের জানাবেন।’’
advertisement
আরও পড়ুন: ভর্তি হয়েছিলেন মাত্র দু’দিন, গভীর রাতে হস্টেলের বারান্দা থেকে পড়ে মৃত্যু যাদবপুরের পড়ুয়ার
advertisement
গতকাল, বুধবার রাত ১১টা ৪৫ মিনিট নাগাদ হস্টেলের তিনতলার বারান্দা থেকে পড়ে গিয়েছিলেন ছাত্র। অন্য পড়ুয়ারা ভারী কিছু পড়ার শব্দে বেরিয়ে আসেন। তার পরেই স্বপ্নদীপকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তারপরেই কেপিসি-তে নিয়ে যাওয়া হয় তাঁকে।
advertisement
ছাত্রমৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র্যাগিং কমিটিকে দিয়েই তদন্ত শুরু করছে বিশ্ববিদ্যালয়। তদন্তের স্বার্থে ওই সময় হস্টেলে যাঁরা উপস্থিত ছিলেন তাঁদেরও জিজ্ঞাসাবাদ করবেন অ্যান্টি র্যাগিং কমিটির সদস্যরা। ওই পড়ুয়ার মাথায় গুরুতর আঘাত লেগেছিল। শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে, কেন এই আঘাত? ময়না তদন্তে স্পষ্ট হবে। আপাতত হোস্টেলের গেট বন্ধ করা হল। এখনও পর্যন্ত থানাতে কোনও অভিযোগ দায়ের হয়নি।
advertisement
প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই ছাত্রটি হস্টেলের থাকার জন্য তালিকাভুক্ত ছিলেন না। যদিও বিভিন্ন সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলে নন বোর্ডার পড়ুয়ারা থাকার জন্য থেকে যান।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 10, 2023 9:55 AM IST