Jadavpur Student Death : ভর্তি হয়েছিলেন মাত্র দু'দিন, গভীর রাতে হস্টেলের বারান্দা থেকে পড়ে মৃত্যু যাদবপুরের পড়ুয়ার

Last Updated:

Jadavpur Student Death : নদীয়ার বগুলার বাসিন্দা স্বপ্নদীপ কুন্ডু স্নাতক স্তরে বাংলা বিভাগে প্রথম বর্ষে ভর্তি হন দু’দিন আগে। গতকাল প্রথম ক্লাস থাকলেও ক্লাসে যোগ দেননি তিনি।

যাদবপুর বিশ্ববিদ্যালয়
যাদবপুর বিশ্ববিদ্যালয়
কলকাতা: যাদবপুর থানার পাশে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলের এ ব্লকের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয় পড়ুয়ার। গুরুতর জখম অবস্থায় কেপিসি-তে ভর্তি করানো হয় গতকাল, বুধবার রাতেই। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টে নাগাদ মৃত্যু হয় তাঁর।
নদীয়ার বগুলার বাসিন্দা স্বপ্নদীপ কুন্ডু স্নাতক স্তরে বাংলা বিভাগে প্রথম বর্ষে ভর্তি হন দু’দিন আগে। গতকাল প্রথম ক্লাস থাকলেও ক্লাসে যোগ দেননি ১৮ বছরের ছাত্র। নেপথ্যে র‍্যাগিংয়ের ঘটনা রয়েছে বলেই দাবি। বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্ট রয়েছেন হাসপাতালে।
advertisement
advertisement
গতকাল, বুধবার রাত ১১টা ৪৫ মিনিট নাগাদ হস্টেলের তিনতলার বারান্দা থেকে পড়ে গিয়েছিলেন ছাত্র। অন্য পড়ুয়ারা ভারী কিছু পড়ার শব্দে বেরিয়ে আসেন। তার পরেই স্বপ্নদীপকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তারপরেই কেপিসি-তে নিয়ে যাওয়া হয় তাঁকে।
advertisement
ছাত্র মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‍্যাগিং কমিটিকে দিয়েই তদন্ত শুরু করছে বিশ্ববিদ্যালয়। তদন্তের স্বার্থে ওই সময় হস্টেলে যাঁরা উপস্থিত ছিলেন তাঁদেরও জিজ্ঞাসাবাদ করবেন অ্যান্টি র‍্যাগিং কমিটির সদস্যরা।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই ছাত্রটি হস্টেলের থাকার জন্য তালিকাভুক্ত ছিলেন না। যদিও বিভিন্ন সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলে নন বোর্ডার পড়ুয়ারা থাকার জন্য থেকে যান।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jadavpur Student Death : ভর্তি হয়েছিলেন মাত্র দু'দিন, গভীর রাতে হস্টেলের বারান্দা থেকে পড়ে মৃত্যু যাদবপুরের পড়ুয়ার
Next Article
advertisement
রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট, এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি
রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট, এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি
  • রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট

  • এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি

  • অধিকাংশ নেতা নির্বাচন লড়তে চান অথচ সংগঠনের কাজে অনীহা

VIEW MORE
advertisement
advertisement