Stop Ragging: ২৪ ঘণ্টার মধ্যেই 'স্টেপ'! জেলায় জেলায় এবার 'ব়্যাগিং প্রিভেনশন সেল', যাদবপুর শিক্ষা নিয়ে তৎপর রাজ্য
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Stop Ragging: ব়্যাগিং অভিযোগে কলকাতার মতো জেলাতেও এবার 'ব়্যাগিং প্রিভেনশন সেল'।
কলকাতা: ব়্যাগিং আটকাতে তৎপর রাজ্য। কলকাতা পুলিশের হেল্পলাইন চালু করার পর এবার জেলায় জেলায় ‘ব়্যাগিং প্রিভেনশন সেল’ চালু করা হল রাজ্যের তরফে। প্রত্যেকটি জেলায় অতিরিক্ত জেলাশাসক এডুকেশন, অতিরিক্ত পুলিশ সুপার ও ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার এই সেল এ থাকবে।
কলকাতার ক্ষেত্রে উচ্চ শিক্ষা দফতরের স্পেশাল সেক্রেটারি এর নেতৃত্বে এই সেল থাকবে। মূলত কলকাতা পুলিসের অধীনে ব়্যাগিং নিয়ে যে অভিযোগগুলি আসবে সেই অভিযোগ গুলির ক্ষেত্রে লোকাল থানার একজন অফিসার সেইসময় ঘটনাস্থলে যাবেন। ২৪ ঘণ্টার মধ্যে নিতে হবে পদক্ষেপ। কী পদক্ষেপ নেওয়া হচ্ছে তা জানাতে হবে ব়্যাগিং প্রিভেনশন সেলকে।
advertisement
পাশপাশি সেই প্রতিষ্ঠান কি পদক্ষেপ নিল সেটাও জানতে হবে ২৪ ঘণ্টার মধ্যে। ব়্যাগিং এর অভিযোগ এলে ২৪ ঘণ্টার মধ্যেই হবে পদক্ষেপ। নির্দেশিকা জারি করল উচ্চ শিক্ষা দফতর। ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ ও সেই শিক্ষা প্রতিষ্ঠানকে ব়্যাগিং প্রিভেনশন সেলকে রিপোর্ট দিতে হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 24, 2023 10:56 PM IST