বুলবুলের চোখরাঙানি, তৈরি প্রশাসন, নিচু এলাকা থেকে স্থানীয়দের সরানো শুরু
Last Updated:
নবান্নে বিপর্যয় মোকাবিলা দফতরের কন্ট্রোল রুম থেকে পরিস্থিতির উপর ২৪ ঘণ্টা নজর রাখা হচ্ছে।
#কলকাতা: হাতে আর কয়েক ঘণ্টা। তার আগে বুলবুলের ধাক্কায় বিপর্যয়ের আঁচ পেয়ে, আগাম প্রস্তুত রাজ্য প্রশাসন।
প্রশাসনের প্রস্তুতি
- প্রতি মুহূর্তে আবহাওয়া দফতরের সঙ্গে যোগাযোগ রাখছে নবান্ন
advertisement
- উপকূলবর্তী সব জেলাকে বাড়তি সতর্কতা নিতে বলা হয়েছে
- পর্যাপ্ত ত্রাণসামগ্রী মজুত রাখতে বলা হয়েছে জেলা প্রশাসনকে
- তৈরি রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা দলও
- সমুদ্র তীরবর্তী বাসিন্দাদের অন্যত্র সরানো হচ্ছে
এছাড়া নবান্নে বিপর্যয় মোকাবিলা দফতরের কন্ট্রোল রুম থেকে পরিস্থিতির উপর ২৪ ঘণ্টা নজর রাখা হচ্ছে। পরিস্থিতির উপর নজর রাখছে সল্টলেকে সেচ দফতরের কন্ট্রোল রুমও। দুর্যোগের আশঙ্কায় আগামী পনেরো নভেম্বর পর্যন্ত সব ছুটি বাতিল করেছে কলকাতা পুরসভা। শহরের প্রতিটি বোরোয় তৈরি পুরসভার বিশেষ টিম।
advertisement
দুর্যোগের আশঙ্কায় সতর্ক শিক্ষ দফতরও। শনিবার কলকাতা, হাওড়া, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের সব সরকারি স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। বেসরকারি স্কুলগুলিকেও ছুটি ঘোষণার আবেদন করেছে শিক্ষা দফতর।
শুক্রবারও মাইকিং হয় উপকূল এলাকায়। এরমধ্যেই ১৬ টি এলাকায় ফ্লাড সেন্টার খোলা হয়েছে। সরানোর কাজ শুরু হয়েছে নিচু এলাকায় থাকা বাসিন্দাদের।
advertisement
প্রত্যেকটি এলাকায় মোতায়েন রয়েছেন বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। রবিবার পর্যন্ত সরকারি কর্মীদের ছুটি বাতিল। মজুত করা হয়েছে ত্রিপল, খাবার, ওষুধ ও পশুখাদ্য ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 08, 2019 8:37 PM IST