Cyclone Sitrang || সাইক্লোনকে মাথায় রেখে বিরাট পদক্ষেপ, তিন জেলায় ৭০ হাজার বাসিন্দাকে সরানো হল নিরাপদ স্থানে

Last Updated:

Cyclone Sitrang || পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এই দুই জেলাতেই সবথেকে বেশি বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো হয়েছে।

#কলকাতা: সাইক্লোনকে মাথায় রেখে প্রায় ৭০ হাজার বাসিন্দাকে ইতিমধ্যেই সরানো হয়েছে। সোমবার বিকাল পর্যন্ত নবান্ন কন্ট্রোলরুমে এমনটাই খবর। যার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলা থেকেই সব থেকে বেশি বাসিন্দাদের নিরাপস্থানে সরানো হয়েছে। সোমবার সকাল পর্যন্ত  সংখ্যাটা ৩০ হাজার হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় আরও বেশি বাসিন্দাদের সরানো হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলায় প্রায় ২৪ হাজার এবং পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় ২৫ হাজার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো হয়। পাশাপাশি উত্তর ২৪ পরগনা জেলায় প্রায় ২০ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরানো হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।
সাইক্লোনকে মাথায় রেখে আরও একাধিক নির্দেশ জারি করল নবান্ন। জরুরি ভিত্তিতে ওয়াটার ট্যুরিস্ট অ্যাক্টিভিটি বন্ধের নির্দেশিকা জারি করা হল রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে। দিঘা, মন্দারমণি, তাজপুর, শংকরপুর, সাগর, বকখালির মতো পর্যটন জায়গাগুলিতে আপাতত ওয়াটার ট্যুরিস্ট অ্যাক্টিভিটি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, পর্যটকদের গতিবিধি যাতে নিয়ন্ত্রণ করা হয় সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের পর্যটন দফতরকেও।
advertisement
১ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে এই সতর্কতা ও ইতিমধ্যেই দেওয়া হয়েছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে। পাশাপাশি কলকাতা পুরসভার কমিশনারকেও চিঠি দিয়ে জানানো হয়েছে যাতে নর্দমাগুলি পরিষ্কার রাখা হয়৷ গাছ কাটা যন্ত্রপাতি ও যাতে প্রস্তুত রাখা হয় সে বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন Dhanteras: এক রাতেই বড়লোক হলেন ঝাঁটা ব্যবসায়ীরা, ধনতেরসে ঝাঁটা কেনার হিড়িক জেলায়
তারই সঙ্গে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী জেলাশাসকদের প্রস্তুত করে রাখতে বলা হয়েছে। ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে, তা নিয়েই মূলত আগাম সর্তকতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷
advertisement
উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালি, মিনাখা, হিঙ্গলগঞ্জের মতো জায়গা গুলি থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো হয়েছে। কালীপুজো থাকলেও ইতিমধ্যেই গোটা পরিস্থিতি সমান দিতে ছুটি বাতিল করেছে নবান্ন৷ ছয় জেলায় ছয় সচিবকেও দায়িত্বে দেওয়া হয়েছে গোটা পরিস্থিতি নিয়ে জেলাগুলির সঙ্গে সমন্বয় বজায় রাখার জন্য।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Cyclone Sitrang || সাইক্লোনকে মাথায় রেখে বিরাট পদক্ষেপ, তিন জেলায় ৭০ হাজার বাসিন্দাকে সরানো হল নিরাপদ স্থানে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement