Cyclone Sitrang || সাইক্লোনকে মাথায় রেখে বিরাট পদক্ষেপ, তিন জেলায় ৭০ হাজার বাসিন্দাকে সরানো হল নিরাপদ স্থানে
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Cyclone Sitrang || পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এই দুই জেলাতেই সবথেকে বেশি বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো হয়েছে।
#কলকাতা: সাইক্লোনকে মাথায় রেখে প্রায় ৭০ হাজার বাসিন্দাকে ইতিমধ্যেই সরানো হয়েছে। সোমবার বিকাল পর্যন্ত নবান্ন কন্ট্রোলরুমে এমনটাই খবর। যার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলা থেকেই সব থেকে বেশি বাসিন্দাদের নিরাপস্থানে সরানো হয়েছে। সোমবার সকাল পর্যন্ত সংখ্যাটা ৩০ হাজার হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় আরও বেশি বাসিন্দাদের সরানো হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলায় প্রায় ২৪ হাজার এবং পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় ২৫ হাজার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো হয়। পাশাপাশি উত্তর ২৪ পরগনা জেলায় প্রায় ২০ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরানো হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।
সাইক্লোনকে মাথায় রেখে আরও একাধিক নির্দেশ জারি করল নবান্ন। জরুরি ভিত্তিতে ওয়াটার ট্যুরিস্ট অ্যাক্টিভিটি বন্ধের নির্দেশিকা জারি করা হল রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে। দিঘা, মন্দারমণি, তাজপুর, শংকরপুর, সাগর, বকখালির মতো পর্যটন জায়গাগুলিতে আপাতত ওয়াটার ট্যুরিস্ট অ্যাক্টিভিটি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, পর্যটকদের গতিবিধি যাতে নিয়ন্ত্রণ করা হয় সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের পর্যটন দফতরকেও।
advertisement
১ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে এই সতর্কতা ও ইতিমধ্যেই দেওয়া হয়েছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে। পাশাপাশি কলকাতা পুরসভার কমিশনারকেও চিঠি দিয়ে জানানো হয়েছে যাতে নর্দমাগুলি পরিষ্কার রাখা হয়৷ গাছ কাটা যন্ত্রপাতি ও যাতে প্রস্তুত রাখা হয় সে বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন Dhanteras: এক রাতেই বড়লোক হলেন ঝাঁটা ব্যবসায়ীরা, ধনতেরসে ঝাঁটা কেনার হিড়িক জেলায়
তারই সঙ্গে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী জেলাশাসকদের প্রস্তুত করে রাখতে বলা হয়েছে। ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে, তা নিয়েই মূলত আগাম সর্তকতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷
advertisement
উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালি, মিনাখা, হিঙ্গলগঞ্জের মতো জায়গা গুলি থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো হয়েছে। কালীপুজো থাকলেও ইতিমধ্যেই গোটা পরিস্থিতি সমান দিতে ছুটি বাতিল করেছে নবান্ন৷ ছয় জেলায় ছয় সচিবকেও দায়িত্বে দেওয়া হয়েছে গোটা পরিস্থিতি নিয়ে জেলাগুলির সঙ্গে সমন্বয় বজায় রাখার জন্য।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 24, 2022 6:05 PM IST