Smart Electric Meter: অনেক টাকার বিল আসছিল, উঠছিল অভিযোগ! সেই স্মার্ট মিটার নিয়ে এবার বড় ঘোষণা, নোটিস জারি করল বিদ্যুৎ দফতর

Last Updated:

যে স্মার্ট মিটার গুলি বসানো হয়েছে সেগুলিও তুলে নিয়ে পুরনো পদ্ধতিতেই ফিরে যাওয়া হবে বাড়িতে বাড়িতে। নবান্নের তরফে শীঘ্রই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হবে বলে জানা গিয়েছে।

News18
News18
কলকাতা: যেখানে ইলেক্ট্রিক বিল আসত ২-৩ হাজার টাকা, সেখানে বিল এসেছিল ১২ হাজার টাকা৷ মাথায় হাত পড়ে গিয়েছিল হুগলির ব্যান্ডেলের এক পরিবারের৷ শুধু ওই পরিবার নয়, স্মার্ট মিটার নিয়ে একাধিক অভিযোগ পৌঁছয় বিদ্যুৎ দফতরে। অভিযোগ ওঠে, জোর করে বাড়িতে স্মার্ট মিটার বসিয়ে দেওয়া হচ্ছে৷ এবার সেই স্মার্ট মিটার নিয়েই বড় সিদ্ধান্ত নিল রাজ্য৷ জানিয়ে দেওয়া হল ডোমেস্টিক ক্ষেত্রে স্মার্ট মিটার বসানো নিয়ে কেন্দ্রের নির্দেশ কার্যকরী হবে না এ রাজ্যে।
তবে, রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, বাণিজ্যিক ক্ষেত্র ও শিল্প ক্ষেত্রে এই স্মার্ট মিটার বসানোর নির্দেশিকা কার্যকরী থাকবে।
ইতিমধ্যেই কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী সবকটি রাজ্যকে স্বল্প সময় বেঁধে দিয়েছেন স্মার্ট মিটার নিয়ে বসানোর জন্য। সম্প্রতি, স্মার্ট মিটার জাতীয় কর্মসূচি নামক একটি কর্মসূচি নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। সেই কর্মসূচির মাধ্যমে সারাদেশে ঐতিহ্যবাহী বিদ্যুৎ মিটারগুলিকে স্মার্ট মিটার দিয়ে প্রতিস্থাপন করার লক্ষ্য পূরণ করতে চাইছে কেন্দ্রীয় সরকার।
advertisement
advertisement
ডোমেস্টিক ক্ষেত্র অর্থাৎ সাধারণ মানুষের বাড়িতে স্মার্ট মিটার বসানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে৷ তবে এরপর থেকে সেই নির্দেশ আর কার্যকরী হবে না।
যে স্মার্ট মিটার গুলি বসানো হয়েছে সেগুলিও তুলে নিয়ে পুরনো পদ্ধতিতেই ফিরে যাওয়া হবে বাড়িতে বাড়িতে। নবান্নের তরফে শীঘ্রই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হবে বলে জানা গিয়েছে।
advertisement
বিদ্যুৎ দফতর সূত্রে খবর, প্রায় ১ লক্ষ ৬০ হাজার স্মার্ট মিটার গোটা বাংলা জুড়ে লাগানো হয়েছিল। যার মধ্যে প্রায় ৬৫ শতাংশই লাগানো হয় গৃহস্থ বাড়িতে। বাকি ৩৫ শতাংশ বাণিজ্যিক প্রতিষ্ঠানে বসানো হয়েছিল।
advertisement
সূত্রের খবর, বারাসাতের চাঁপাডালি মোড়ে এই স্মার্ট মিটার নিয়ে ওঠা অভিযোগ চলে যায় খোদ মুখ্যমন্ত্রীর দফতরে। তারপরই মুখ্যমন্ত্রী বিদ্যুৎ দফতরকে এই বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ দেন বলে জানা যাচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Smart Electric Meter: অনেক টাকার বিল আসছিল, উঠছিল অভিযোগ! সেই স্মার্ট মিটার নিয়ে এবার বড় ঘোষণা, নোটিস জারি করল বিদ্যুৎ দফতর
Next Article
advertisement
West Bengal Weather Update: সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
  • সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি

  • দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement