প্রকাশিত হল রাজ্যে গ্রুপ-ডি নিয়োগের রেজাল্ট
Last Updated:
#কলকাতা: আইনি জট কাটতেই প্রকাশিত হল রাজ্যের গ্রুপ-ডি স্তরে নিয়োগের চুড়ান্ত ফল ৷ শনিবার প্রথম দফার চুড়ান্ত প্যানেল লিস্ট প্রকাশ করল গ্রুপ-ডি রিক্রুটমেন্ট বোর্ড ৷ গ্রুপ-ডি রিক্রুটমেন্ট বোর্ডের সরকারি ওয়েবসাইট www.wbgdrb.in-এ উত্তীর্ণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে ৷ নিযুক্ত হতে চলেছেন ৫ হাজার ৪০০ জন ৷
২০১৬ সালে রাজ্যের সব সরকারি দফতরে প্রায় ৬০০০ শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয় ৷ ৬০০০ পদের পরীক্ষা ও ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছিল ৷ কিন্তু মামলার জটে নিয়োগ তালিকা প্রকাশ করা যাচ্ছিল না ৷ সংরক্ষণের নিয়ম ভেঙে ওই পদে নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছে বলে স্যাটে অভিযোগ করেন বেশ কয়েকজন পরীক্ষার্থী ৷
advertisement
আরও পড়ুন
advertisement
এরপর স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের (স্যাট) অন্তর্বর্তী নির্দেশে ২০১৭ সালে তা স্থগিত হয়ে যায় নিয়োগ প্রক্রিয়া ৷ এই নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে যে দুটি মামলা করা হয়েছিল বৃহস্পতিবার, ১৬ অগাস্ট তা খারিজ করে দেয় স্যাট ৷ আইনি বাধা কাটতেই এদিন প্রকাশ করা হল উত্তীর্ণ প্রার্থীদের নামের তালিকা ৷
advertisement
উল্লেখ্য, রাজ্য সরকারের বিভিন্ন দফতরে প্রায় ৬০০০ শূন্যপদের জন্য আবেদন করেন ২৪ লক্ষ ৮৭ হাজার চাকরিপ্রার্থী ৷ লিখিত পরীক্ষায় বসেন প্রায় ১৮ লক্ষ আবেদনকারী ৷ প্রথম পর্যায়ে বাছাইয়ের পর ইন্টারভিউয়ে ডাক পান ১৯ হাজার ৫০০ জন ৷ তার থেকে চুড়ান্ত পর্যায়ে বেছে নেওয়া হয়েছে ৫ হাজার ৪০০ জনকে ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 18, 2018 4:19 PM IST