প্রকাশিত হল রাজ্যে গ্রুপ-ডি নিয়োগের রেজাল্ট

Last Updated:
#কলকাতা: আইনি জট কাটতেই প্রকাশিত হল রাজ্যের গ্রুপ-ডি স্তরে নিয়োগের চুড়ান্ত ফল ৷ শনিবার প্রথম দফার চুড়ান্ত প্যানেল লিস্ট প্রকাশ করল গ্রুপ-ডি রিক্রুটমেন্ট বোর্ড ৷ গ্রুপ-ডি রিক্রুটমেন্ট বোর্ডের  সরকারি ওয়েবসাইট www.wbgdrb.in-এ উত্তীর্ণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে ৷ নিযুক্ত হতে চলেছেন ৫ হাজার ৪০০ জন ৷
২০১৬ সালে রাজ্যের সব সরকারি দফতরে প্রায় ৬০০০ শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয় ৷ ৬০০০ পদের পরীক্ষা ও ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছিল ৷ কিন্তু মামলার জটে নিয়োগ তালিকা প্রকাশ করা যাচ্ছিল না ৷ সংরক্ষণের নিয়ম ভেঙে ওই পদে নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছে বলে স্যাটে অভিযোগ করেন বেশ কয়েকজন পরীক্ষার্থী ৷
advertisement
আরও পড়ুন 
advertisement
এরপর স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের (‌স্যাট) অন্তর্বর্তী নির্দেশে ২০১৭ সালে তা স্থগিত হয়ে যায় নিয়োগ প্রক্রিয়া ৷ এই নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে যে দুটি মামলা করা হয়েছিল বৃহস্পতিবার, ১৬ অগাস্ট তা খারিজ করে দেয় স্যাট ৷ আইনি বাধা কাটতেই এদিন প্রকাশ করা হল উত্তীর্ণ প্রার্থীদের নামের তালিকা ৷
advertisement
উল্লেখ্য, রাজ্য সরকারের বিভিন্ন দফতরে প্রায় ৬০০০ শূন্যপদের জন্য আবেদন করেন ২৪ লক্ষ ৮৭ হাজার চাকরিপ্রার্থী ৷ লিখিত পরীক্ষায় বসেন প্রায় ১৮ লক্ষ আবেদনকারী ৷ প্রথম পর্যায়ে বাছাইয়ের পর ইন্টারভিউয়ে ডাক পান ১৯ হাজার ৫০০ জন ৷ তার থেকে চুড়ান্ত পর্যায়ে বেছে নেওয়া হয়েছে  ৫ হাজার ৪০০ জনকে ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রকাশিত হল রাজ্যে গ্রুপ-ডি নিয়োগের রেজাল্ট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement