পুজোর আগেই বেতন, সরকারী কর্মীদের জন্য বড় খবর দিল অর্থ দফতর
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
State Government Employees: পেনশন প্রাপকদের জন্যও বড় খবর।
#কলকাতা: প্যান্ডেল বাঁধার কাজ শেষ। ঠাকুর গড়ার কাজও প্রায় শেষ করে ফেলেছেন প্রতিমাশিল্পীরা। আর দেরি নেই। মা আসছেন। দুর্গা পুজো। বাঙালির শ্রেষ্ঠ উৎসব। কাশবনে হাওয়ার দোলা জানিয়ে দিচ্ছে, পুজো এসেই গেল।
পুজো মানেই খাওয়া-দাওয়া, প্যান্ডেল হপিং। ফলে পকেটে টান থাকলে চলবে না। পুজোয় হাতে টাকা না থাকলে হয়! তবে রাজ্য সরকারি কর্মচারীদের আর চিন্তা নেই। পুজোর আগেই তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে বেতন।
আরও পড়ুন- 'পুলিশের বিরুদ্ধে অনাস্থা মানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা', তৃণমূলের হুমায়ুনকে 'ধন্যবাদ' বিজেপির শমীকের
পুজোর আগেই বেতন পাবেন সরকারি কর্মচারীরা। নির্দেশিকা জারি করল রাজ্যের অর্থ দফতর। সেপ্টেম্বর মাসের বেতন ২৭ থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যেই পেয়ে যাবেন সরকারী কর্মীরা।
advertisement
advertisement
একইভাবে অক্টোবর মাসের বেতন ২১ অক্টোবর-এর মধ্যেই পেয়ে যাবেন।পেনশন প্রাপকরা সেপ্টেম্বর মাসের পেনশন ২৯ সেপ্টেম্বর এর মধ্যেই পেয়ে যাবেন।
আরও পড়ুন- Partha Chatterjee: পুজোর আগে জামিন পেলেন না পার্থ, কল্যাণময়- শান্তিপ্রসাদদেরও জেল হেফাজতের নির্দেশ
সাধারণত মাসের শুরুতেই বেতন হয় সরকারি কর্মচারীদের। কিন্তু ৩০ থেকে ১০ অক্টোবর পর্যন্ত ছুটি ও পুজোর কথা মাথায় রেখেই আগেভাগে বেতন দেওয়ার নির্দেশিকা জারি করল রাজ্যের অর্থ দফতর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 21, 2022 10:56 PM IST