Partha Chatterjee: পুজোর আগে জামিন পেলেন না পার্থ, কল্যাণময়- শান্তিপ্রসাদদেরও জেল হেফাজতের নির্দেশ

Last Updated:

সিবিআই-এর আর নতুন করে কিছু জিজ্ঞাসাবাদের নেই বলেই তারা এবার জেল হেফাজত চাইছে বলে দাবি করেন পার্থর আইনজীবী৷

জেলেই পুজো কাটবে পার্থর৷
জেলেই পুজো কাটবে পার্থর৷
#কলকাতা: জামিন পেলেন না পার্থ চট্টোপাধ্যায়৷ নিয়োগ দুর্নীতি মামলায় আগামী ৫ অক্টোবর পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুরের বিশেষ সিবিআই আদালত৷ পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এস পি সিনহা এবং অশোক সাহারও জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক৷
এ দিন পার্থ চট্টোপাধ্যায় এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায় তদন্তে সহযোগিতা করছেন না বলে এ দিন আদালতে অভিযোগ জানায় সিবিআই৷ জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতির জন্যও আবেদন জানান সিবিআই-এর আইনজীবীরা৷ জামিন পেলে পার্থ সাক্ষীদের উপরে প্রভাব খাটাতে পারেন বলেও আদালতে দাবি করে সিবিআই৷
advertisement
advertisement
পাল্টা জামিনের জন্য পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীও একাধিক যুক্তি সাজান৷ সিবিআই-এর আর নতুন করে কিছু জিজ্ঞাসাবাদের নেই বলেই তারা এবার জেল হেফাজত চাইছে বলে দাবি করেন পার্থর আইনজীবী৷ শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহার আইনজীবীরাও জামিনের আবেদন জানান৷ অভিযুক্তদের বয়সের কথা উল্লেখ করেন তাঁরা৷ যদিও শেষ পর্যন্ত সেই আর্জি খারিজ করে দেয় আদালত৷
advertisement
তবে সিবিআই-এর আর্জিতে কিছু পদ্ধতিগত ভুল থাকায় এখনই তারা জেলে গিয়ে অভিযুক্তদের জেরা করতে পারবে না৷ জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেতে সিবিআই-কে ফের নতুন করে আবেদন করার নির্দেশ দেন বিচারক৷ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থদের বিরুদ্ধে সিবিআই নতুন ধারা যোগ করতে চায় বলেও এ দিন আদালতে জানিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী৷ আদালত থেকেই পার্থ চট্টোপাধ্যায়দের প্রেসিডেন্সি জেলে পাঠানো হয়৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee: পুজোর আগে জামিন পেলেন না পার্থ, কল্যাণময়- শান্তিপ্রসাদদেরও জেল হেফাজতের নির্দেশ
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement