Partha Chatterjee: পুজোর আগে জামিন পেলেন না পার্থ, কল্যাণময়- শান্তিপ্রসাদদেরও জেল হেফাজতের নির্দেশ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
সিবিআই-এর আর নতুন করে কিছু জিজ্ঞাসাবাদের নেই বলেই তারা এবার জেল হেফাজত চাইছে বলে দাবি করেন পার্থর আইনজীবী৷
#কলকাতা: জামিন পেলেন না পার্থ চট্টোপাধ্যায়৷ নিয়োগ দুর্নীতি মামলায় আগামী ৫ অক্টোবর পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুরের বিশেষ সিবিআই আদালত৷ পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এস পি সিনহা এবং অশোক সাহারও জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক৷
এ দিন পার্থ চট্টোপাধ্যায় এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায় তদন্তে সহযোগিতা করছেন না বলে এ দিন আদালতে অভিযোগ জানায় সিবিআই৷ জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতির জন্যও আবেদন জানান সিবিআই-এর আইনজীবীরা৷ জামিন পেলে পার্থ সাক্ষীদের উপরে প্রভাব খাটাতে পারেন বলেও আদালতে দাবি করে সিবিআই৷
advertisement
advertisement
পাল্টা জামিনের জন্য পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীও একাধিক যুক্তি সাজান৷ সিবিআই-এর আর নতুন করে কিছু জিজ্ঞাসাবাদের নেই বলেই তারা এবার জেল হেফাজত চাইছে বলে দাবি করেন পার্থর আইনজীবী৷ শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহার আইনজীবীরাও জামিনের আবেদন জানান৷ অভিযুক্তদের বয়সের কথা উল্লেখ করেন তাঁরা৷ যদিও শেষ পর্যন্ত সেই আর্জি খারিজ করে দেয় আদালত৷
advertisement
তবে সিবিআই-এর আর্জিতে কিছু পদ্ধতিগত ভুল থাকায় এখনই তারা জেলে গিয়ে অভিযুক্তদের জেরা করতে পারবে না৷ জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেতে সিবিআই-কে ফের নতুন করে আবেদন করার নির্দেশ দেন বিচারক৷ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থদের বিরুদ্ধে সিবিআই নতুন ধারা যোগ করতে চায় বলেও এ দিন আদালতে জানিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী৷ আদালত থেকেই পার্থ চট্টোপাধ্যায়দের প্রেসিডেন্সি জেলে পাঠানো হয়৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 21, 2022 6:22 PM IST