State Government Employees | Bonus: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর! মন্ত্রিসভার বৈঠক শেষে বড় ঘোষণা সরকারের, বাড়ছে বোনাস!
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
যদিও ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেট পেশ করার সময় রাজ্য সরকারি কর্মীদের ৩ শতাংশ বাড়তি ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷ তাতে অবশ্য সন্তুষ্ট হননি আন্দোলনকারীরা৷
কলকাতা: ডিএ আন্দোলন নিয়ে যখন সরগরম রাজ্য, তখন রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একাধিক বড় ঘোষণা করল রাজ্য সরকার৷ এদিন মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রী মানস ভুঁইয়া জানালেন, চলতি বছরে বাড়ানো হবে সরকারি কর্মচারীদের অ্যাডহক বোনাস৷ ৷ এছাড়া, বাড়বে ফেস্টিভ্যাল অ্যাডভান্সের পরিমাণও৷ এই বোনাসের বিষয়টি ছাড়াও এদিনের মন্ত্রিসভার বৈঠকে আরও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর৷ বড় বদল এসেছে মন্ত্রিসভাতেও।
বৈঠক শেষে বেরিয়ে মানস ভুঁইয়া জানান, ২০২২ সালে adhoc বোনাস ছিল ৪৮০০ টাকা৷ সেই বোনাসই ২০২৩ এ বেড়ে হচ্ছে ৫৩০০ টাকা। এছাড়া, গত বছর সরকারি কর্মীদের ফেস্টিভ্যাল অ্যাডভান্স দেওয়া হয়েছিল ১৪ হাজার টাকা৷ এ বছর সেটা বাড়িয়ে ১৬ হাজার টাকা হচ্ছে বলে জানান মন্ত্রী।
আরও পড়ুন: টাকা নিয়ে সরকারি চাকরি! আবারও কাঠগড়ায় তৃণমূল বিধায়ক, ভাইরাল অডিও
সুদ সহ বকেয়া ডিএ মেটানোর জন্য আদালতে তো মামলা চলছেই। ইতিমধ্যেই কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ তার পরে অবশ্য় শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। বকেয়া ডিএ সহ কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে শহিদ মিনারের পাদদেশে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মচারীদের একাংশ। চলতি বছরের ফেব্রুয়াতিতে ২০ এবং ২১ ফেব্রুয়ারি, এই ২ দিন পেন ডাউন কর্মসূচি পালন করেন আন্দোলনকারী কর্মচারীরা। তারপরেও গত ১০ মার্চ রাজ্যজুড়ে কর্মবিরতি পালন করেন আন্দোলনকারী৷
advertisement
advertisement
এমনকি, তাঁদের আন্দোলন মঞ্চে যেতে দেখা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও৷ সরকারি কর্মচারীদের ডিএ আন্দোলনকে প্রকাশ্য়ে সমর্থন করেছে রাজ্য়ের প্রধান বিরোধী দল বিজেপি৷
আরও পড়ুন: জোড়াসাঁকো ঘুরে দেখে মুগ্ধ রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ, গেলেন নেতাজি ভবনেও
ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেট পেশ করার সময় রাজ্য সরকারি কর্মীদের ৩ শতাংশ বাড়তি ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷ তাতে অবশ্য সন্তুষ্ট হননি আন্দোলনকারীরা৷ তাঁদের ক্ষোভ ছিল, এই তিন শতাংশ ডিএ পেলেও রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ-র ফারাক দাঁড়াবে ৩২ শতাংশ৷ যদিও ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার ফের ৪ শতাংশ হারে ডিএ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
March 27, 2023 4:49 PM IST