Nadia News: টাকা নিয়ে সরকারি চাকরি! আবারও কাঠগড়ায় তৃণমূল বিধায়ক, ভাইরাল অডিও
- Published by:Satabdi Adhikary
- Written by:ARNAB HAZRA
Last Updated:
চিরকুটে চাকরি নিয়ে যখন রাজ্যজুড়ে রাজনৈতিক গুঞ্জন। তখন অডিও ক্লিপ নিয়ে আদালতে বিজেপি নেতা।
কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে আবারও জড়াল এক বিধায়কের নাম। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যের পরে এবার তাপস সাহা। মানিক ভট্টাচার্য ছিলে নদিয়া জেলার বিধায়ক। সোমবার সেই নদিয়ারই বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করলেন বিজেপির মুখপাত্র এবং যুবনেতা তরুণজ্যোতি তিওয়ারি।
এদিন সকালে আদালত খুলতেই বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন তরুণজ্যোতি। তেহট্টর তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে মামলা করে তরুণের অভিযোগ, প্রাথমিক নিয়োগ শুধু নয় আরও অনেক সরকারি চাকরিতে প্রভাব খাটিয়ে চাকরি পাইয়ে দিয়েছেন এই তাপস। মামলা দায়ের করে আইনজীবী এবং বিজেপি নেতা তরুণজ্যোতি তেওয়ারির আদালতের কাছে জানান, গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিক হাইকোর্ট।
advertisement
আরও পড়ুন: প্রাক্তন সচিব নন্দিনীর সঙ্গে করমর্দন করলেন রাজ্যপাল! জোড়াসাঁকোয় কি গলল বরফ? জোর জল্পনা
সম্প্রতি একটি অডিও ক্লিপ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেই অডিও টেপের সত্যতা অবশ্য যাচাই করেনি নিউজ 18 বাংলা৷ তবে সেটি প্রকাশ্যে এনে তরুণজ্যোতি দাবি করেন, টাকার বিনিময়ে বিভিন্ন সরকারি দফতরে চাকরি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তাপস সাহা।
advertisement
advertisement
তরুণজ্যোতির আরও দাবি, রাজ্যের দুর্নীতিদমন শাখা তদন্তের ভার নিলেও তারা কিছুই করছে না। অভিযোগকারীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়া হচ্ছে। আগামিকাল, মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা।
আরও পড়ুন: কৌস্তভ বাগচী মামলায় পুলিশ কমিশনারের রিপোর্টে অসন্তুষ্ট আদালত, এবার হলফনামা তলব
কিন্তু, কী আছে ওই অডিও ক্লিপে? তরুণজ্যোতি তিওয়ারি নিউজ১৮ বাংলা কে জানান, "২০২০ সালের অডিও ক্লিপ। সেখানে মিডলম্যানদের উদ্দেশ্যে চাকরি সুনিশ্চিত করার বার্তা দেওয়া হয়েছে বিধায়কের তরফে। রাজ্যের দুর্নীতি দমন শাখা তদন্ত করছে একটি। তবে অদ্ভুত রকম ভাবে বিধায়ক তাপস সাহা নিয়ে স্পিকটি নট রাজ্যের সংস্থা। নদিয়া তৃণমূল কংগ্রেসের মধ্যেই এই নিয়ে শোরগোল। স্থানীয় কিছু বাসিন্দা যোগাযোগ করেন, তাদের হুমকিও দেওয়া হচ্ছে অভিযোগ প্রত্যাহারের জন্য৷ নিয়োগ দুর্নীতির যৌথ তদন্ত চলছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশে। আমরা চাই এই ঘটনার তদন্তও কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে করানো হোক।"
advertisement
চিরকুটে চাকরি নিয়ে যখন রাজ্যজুড়ে রাজনৈতিক গুঞ্জন। তখন বিধায়ক তাপস সাহার অডিও ক্লিপ নিয়ে আদালত কি করে সেদিকে তাকিয়ে নদিয়ার পরীক্ষার্থীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
March 27, 2023 3:54 PM IST