C V Anand Bose | Nandini Chakraborty: প্রাক্তন সচিব নন্দিনীর সঙ্গে করমর্দন করলেন রাজ্যপাল! জোড়াসাঁকোয় কি গলল বরফ? জোর জল্পনা

Last Updated:

রাজ্যপালের প্রতীকী হাতেখড়ি অনুষ্ঠানের পর থেকেই বিরোধী দলের নেতাদের মুখে নন্দিনী চক্রবর্তী প্রসঙ্গে নানা মন্তব্য শোনা গিয়েছিল। তাঁকে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ বলেও দাবি করেছিলেন বিজেপি নেতারা। ১৯৯৪ ব্যাচের আইএএস অফিসার নন্দিনী চক্রবর্তী।

কলকাতা: জোড়াসাঁকোয় বরফ গলল! এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূর মহর্ষি ভবন সফরে সঙ্গী ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোসও৷ সেখানে উপস্থিত ছিলেন পর্যটন দফতরের বর্তমান সচিব তথা রাজ্যপালের প্রাক্তন সচিব নন্দিনী চক্রবর্তী। সূত্রের খবর, এদিন মহর্ষি ভবন পরিদর্শন করে, বেরিয়ে যাওয়ার সময় নন্দিনী চক্রবর্তীর সঙ্গে করমর্দন করতে দেখা যায় সিভি আনন্দ বোসকে৷ ঘটনার সাক্ষী ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। এদিন রাষ্ট্রপতির গাড়ির পাশেই এই ছবি ধরা পড়েছে বলে জানিয়েছেন, ঘটনাস্থলে থাকা ব্যক্তিরা।
সমস্যার শুরু রাজ্য বাজেট অধিবেশন শুরুর দিনই৷ এদিন, অধিবেশনের শুরুতে একটি বক্তৃতা পাঠ করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ সেই পাঠ নিয়ে চরম আপত্তি জানান অধিবেশনে উপস্থিত বিরোধী বিধায়কেরা৷ উল্লেখযোগ্য ভাবে তার পরপরই তাঁর সচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দেন রাজ্যপাল৷ গত ১৫ ফেব্রুয়ারি নন্দিনীকে পর্যটন বিভাগের সচিব পদে নিয়োগ করে রাজ্য৷
advertisement
আরও পড়ুন: জোড়াসাঁকো ঘুরে দেখে মুগ্ধ রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ, গেলেন নেতাজি ভবনেও
রাজ্যপালের প্রতীকী হাতেখড়ি অনুষ্ঠানের পর থেকেই বিরোধী দলের নেতাদের মুখে নন্দিনী চক্রবর্তী প্রসঙ্গে নানা মন্তব্য শোনা গিয়েছিল। তাঁকে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ বলেও দাবি করেছিলেন বিজেপি নেতারা। ১৯৯৪ ব্যাচের আইএএস অফিসার নন্দিনী চক্রবর্তী।
advertisement
আরও পড়ুন: কৌস্তভ বাগচী মামলায় পুলিশ কমিশনারের রিপোর্টে অসন্তুষ্ট আদালত, এবার হলফনামা তলব
রাজ্যের একাধিক দফতরের সচিব পদ সামলানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। লা গণেশন যখন বাংলার রাজ্যপাল হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন, তখনই রাজভবনের সচিব পদে দায়িত্ব পান নন্দিনী চক্রবর্তী। তাঁর আগে রাজ্যপালের সচিব পদের দায়িত্ব সামলাচ্ছিলেন সুনীল কুমার গুপ্তা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
C V Anand Bose | Nandini Chakraborty: প্রাক্তন সচিব নন্দিনীর সঙ্গে করমর্দন করলেন রাজ্যপাল! জোড়াসাঁকোয় কি গলল বরফ? জোর জল্পনা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement