DA: ১০ মার্চ থমকে যেতে পারে সরকারি অফিসের পরিষেবা! ধর্মঘটের ডাক দিলেন কর্মীরা

Last Updated:

সরকারি কর্মচারীদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মঘট হলেও জরুরি কোনও পরিষেবা ব্যাহত হবে না।

ধর্মঘট রুখতেও কড়া হবে নবান্ন?
ধর্মঘট রুখতেও কড়া হবে নবান্ন?
কলকাতা: দু' দিনের কর্মবিরতির পর এবার আগামী ১০ মার্চ রাজ্য জুড়ে সরকারি দফতরে ধর্মঘটের ডাক দিল রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ। প্রথমে ৯ মার্চ এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু ওই দিন মাধ্যমিক এবং মাদ্রাসা বোর্ডের পরীক্ষা থাকার কারণ একদিন পিছিয়ে দেওয়া হয়েছে ধর্মঘট।
যদিও সরকারি কর্মচারীদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মঘট হলেও জরুরি কোনও পরিষেবা ব্যাহত হবে না।
advertisement
বকেয়া ডিএ-র দাবিতে গত তেরো দিন ধরে শহিদ মিনারের নীচে অনশন বিক্ষোভ করছেন সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠনের সদস্যরা। যৌথ মঞ্চের নামে চলছে আন্দোলন। গত ২০ এবং ২১ ফেব্রুয়ারি রাজ্য জুড়ে সরকারি দফতরে কর্মবিরতির ডাক দেওয়া হয়৷ তার পরেও দাবি পূরণ না হওয়ায় আরও বড় কর্মসূচি ঘোষণা করলেন সরকারি কর্মচারীরা৷
advertisement
যৌথ মঞ্চের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দলমত নির্বিশেষে সরকারি কর্মচারীদের প্রায় সব সংগঠনই তাদের সঙ্গে যোগ দিয়েছে৷ ফলে এবারের ধর্মঘট সর্বাত্মক হবে৷
গত সোমবার এবং মঙ্গলবার কর্মচারীদের কর্মবিরতি আটকাতে কঠোর নির্দেশিকা জারি করেছিল রাজ্য অর্থ দফতর৷ যদিও অর্থ দফতরের সেই নির্দেশিকা পাল্টা চ্যালেঞ্জ করা হয়েছে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে৷ এবারেও সরকারি কর্মচারীরা হুঁশিয়ারি দিয়েছেন, কর্মজীবনে ছেদ পড়া থেকে শুরু করে যত কঠোর পদক্ষেপই সরকার নিক না কেন, তাঁরা আন্দোলন থেকে পিছিয়ে আসবেন না৷
advertisement
এবারের রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জন্য ৩ শতাংশ ডিএ ঘোষণা করে রাজ্য সরকার৷ যদিও এই ঘোষণায় সন্তুষ্ট হননি সরকারি কর্মচারীরা৷ তাঁদের দাবি কেন্দ্রীয় সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ডিএ দিতে হবে রাজ্য সরকারকে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
DA: ১০ মার্চ থমকে যেতে পারে সরকারি অফিসের পরিষেবা! ধর্মঘটের ডাক দিলেন কর্মীরা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement