এতো ধীরগতিতে কেন? শৌচালয় তৈরির কাজ নিয়ে নবান্নের প্রশ্নের মুখে ৫ জেলা

Last Updated:

সবচেয়ে কম হয়েছে মুর্শিদাবাদ জেলায়। লক্ষ্যমাত্রার মাত্র ১৩ শতাংশ কাজ হয়েছে চলতি আর্থিক বছরে নভেম্বর মাস পর্যন্ত।

#কলকাতা: স্বচ্ছ ভারত কর্মসূচির অধীনে গ্রামীন এলাকায় বাড়ি বাড়ি শৌচালয় তৈরির জন্য কেন্দ্রীয় সরকারের অর্থ বরাদ্দ রয়েছে। অথচ সেই অর্থ বরাদ্দ থাকলেও, তা সময়মতো খরচ হচ্ছে না। রাজ্য পঞ্চায়েত দফতরের রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে নবান্ন সূত্রে খবর। আর তার জেরেই নড়েচড়ে বসল নবান্ন।
শৌচালয় তৈরির কাজ কেন এত ধীরগতিতে হচ্ছে, এবার নবান্নের এই প্রশ্নের মুখে পড়ল একাধিক জেলা। নবান্ন সূত্রে খবর, গ্রামীন এলাকায় বাড়ি বাড়ি শৌচালয় তৈরি থেকে শুরু করে নিকাশি ব্যবস্থা উন্নয়ন ও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের একাধিক কর্মসূচিতে কেন্দ্রীয় সরকারের অর্থ বরাদ্দ রয়েছে রাজ্যের হাতে। কিন্তু তা সময়মতো খরচ করা হচ্ছে না।
advertisement
সম্প্রতি নবান্নের তরফে জেলাগুলিকে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। সূত্রের খবর, পঞ্চায়েত দফতরের পরিসংখ্যান বলে দিচ্ছে রাজ্যের ৫ জেলায় বাড়ি বাড়ি শৌচালায় তৈরির কাজ লক্ষ্যমাত্রা ৩০ শতাংশেরও কম। মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, নদীয়া এবং মালদা এই পাঁচ জেলায় বাড়ি বাড়ি শৌচালয় তৈরির কাজ ৩০ শতাংশরও কম।
advertisement
সবচেয়ে কম হয়েছে মুর্শিদাবাদ জেলায়। লক্ষ্যমাত্রার মাত্র ১৩ শতাংশ কাজ হয়েছে চলতি আর্থিক বছরে নভেম্বর মাস পর্যন্ত। যদিও পুরুলিয়া, হুগলি, আলিপুরদুয়ার এই তিন জেলায় এই কাজ ১০০ শতাংশ লক্ষ্য পূরণ করা গেছে। জিটিএ এর অধীনেও ১০০ শতাংশ লক্ষ্য পূরণ করা গেছে বলেই পঞ্চায়েত দফতরের রিপোর্ট বলছে।
advertisement
পঞ্চয়াতে দফতরে রিপোর্ট বলছে, চলতি আর্থিক বছরে রাজ্যে সাড়ে ৬ লক্ষ বাড়িতে শৌচালয় তৈরির লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছিল। এখনও পর্যন্ত হয়েছে মাত্র ২ লক্ষ ৮৪ হাজার ৬৪৯ টি বাড়িতে।
যা নিয়ে চিন্তিত নবান্নের শীর্ষ মহলের আধিকারিকরা। আর তার জন্যই বাড়ি বাড়ি শৌচালয় তৈরির কাজ অবিলম্বে শেষ করার নির্দেশ বলা হয়েছে নবান্নের তরফে সংশ্লিষ্ট জেলাগুলিকে বলেই সূত্রের খবর।
advertisement
এর পাশাপাশি জেলাগুলিকে সতর্ক করা হয়েছে। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা, গ্রামীণ সড়ক যোজনার মতো প্রকল্পগুলিতে কেন্দ্রীয় অর্থ পেতে যথেষ্ট হিমশিম খেতে হয়েছে নবান্নকে। যে প্রকল্পগুলিতে কেন্দ্রীয় বরাদ্দ রয়েছে, তা যাতে দ্রুত খরচ করা হয় সেই বিষয়ে এবার তৎপর নবান্নের শীর্ষ মহল। তার জন্যই এবার এক এক করে প্রকল্প ধরে ধরে জেলাগুলিকে বিশেষ নির্দেশ দেওয়া হচ্ছে বলেই মনে করছে প্রশাসনিক মহলের একাংশ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
এতো ধীরগতিতে কেন? শৌচালয় তৈরির কাজ নিয়ে নবান্নের প্রশ্নের মুখে ৫ জেলা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement