শেষরক্ষা হল না! অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারবে ইডি, তিহার জেলেই চলবে জেরা, রায়দান রাউজ অ্যাভিনিউ আদালতের

Last Updated:

অনুব্রত মণ্ডলকে ইডি মামলায় 'অভিযুক্ত' হিসেবে মান্যতা দেয় বিচারপতি বিবেক চৌধুরী। অনুব্রত মনহডলকে তিহার জেলে রেখে জেরা করা হবে।

#নয়াদিল্লি: অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি, অবশেষে রায়দান দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতের। শুক্রবারই গরুপাচার কাণ্ডে বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের আবেদন খারিজ করে আদালত। অনুব্রত মণ্ডলকে ইডি মামলায় 'অভিযুক্ত' হিসেবে মান্যতা দেয় বিচারপতি বিবেক চৌধুরী। অনুব্রত মণ্ডলকে তিহার জেলে রেখে জেরা করা হবে।
উল্লেখ্য, গরুপাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত অনুব্রত মণ্ডকে হেফাজতে নিয়ে জেরা করতে চেয়ে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে আবেদন দাখিল করেছিল ইডি। দিল্লি যাওয়া রুখতে সিবিআই এর পরে ইডির হাতে গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডল দ্বারস্থ হয়েছিলেন দিল্লি হাইকোর্টের। অনুব্রতর হয়ে আদালতে আবেদন করেন আইনজীবী কপিল সিব্বল। আবেদনে বলা হয়, অসুস্থ অনুব্রত মণ্ডল। অসুস্থতার কথা বিবেচনা করে যাতে তাঁকে দিল্লি নিয়ে যাওয়া না হয়। দিল্লি হাই কোর্টের নির্দেশ ছিল, অনুব্রতের মামলার বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবে রাউজ অ্যাভেনিউ আদালত। সেই অনুযায়ী শনিবার আদালতে মামলাটির শুনানি হয়। সকাল সাড়ে ১০টার পর শুনানি শুরু হয়েছিল। তা চলে প্রায় দেড় ঘণ্টা। কিন্তু  শেষরক্ষা হল না! অনুব্রত মণ্ডলের সমস্ত আবেদন খারিজ করে দিল দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত।
advertisement
যদিও এ বিষয়ে রাউজ অ্যাভিনিউ কোর্টের এক্তিয়ার আছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনুব্রতর মণ্ডলের আইনজীবী কপিল সিব্বল। তবে, দিল্লি হাইকোর্ট জানিয়ে দিয়েছিল, অনুব্রত মণ্ডলকে দিল্লিতে এনে জেরা করা যাবে কি না, সেই মামলার শুনানি হবে নয়াদিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতেই। অনুব্রত মণ্ডলের আইনজীবী কপিল সিব্বল-সহ অন্যান্যরা শুনানি চলাকালীন বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁদের দাবি, রাউস অ্যাভেনিউ আদালতে এই মামলার শুনানি চলতেই পারে না। যেখানে আর্থিক তছরুপের ঘটনা ঘটেছে, সেখানে শুনানি হওয়া উচিত। অন্য দিকে, ইডির পক্ষের আইনজীবীদের দাবি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষে এই নিয়ম প্রযোজ্য নয়। রাউজ অ্যাভিনিউ আদালতে শুনানির পাশাপাশি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যাতে কোনও পদক্ষেপ না করা হয়, সেই নির্দেশ দেওয়ার আবেদন জানান কপিল সিব্বল। যদিও তাঁর সেই আবেদনে সায় দেননি বিচারপতি জশমীত সিং।
advertisement
advertisement
এর মধ্যে, শুক্রবার কলকাতা হাইকোর্টে জামিন মামলার শুনানিতেও প্রভাবশালী তকমায় অনুব্রতের আর্জি খারিজ করেছে আদালত। আর শনিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতেও বিশেষ সুবিধা করতে পারেননি তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। আসানসোল সংশোধনাগারে ইডি জেরার মুখে নাকি মুখ খোলেননি কেষ্ট। তাই তাঁকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চায় তারা। কেষ্টর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন এখন তিহার জেলে। আর গরু-মামলার অন্যতম অভিযুক্ত এনামুলও রয়েছে সেই রাজধানীতেই। অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার পরে তিনজনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়োন্দারা।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
শেষরক্ষা হল না! অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারবে ইডি, তিহার জেলেই চলবে জেরা, রায়দান রাউজ অ্যাভিনিউ আদালতের
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement