State Corona Update : রাজ্যে কমলো করোনা আক্রান্তের সংখ্যা? দক্ষিণবঙ্গে কোন জেলা চিন্তা বাড়াচ্ছে
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
State Corona Update : গত এক মাসের বেশি তিরিশের উপরে থাকায় উদ্বেগ রয়েই যাচ্ছে রাজ্যে। যদিও উদ্বেগ বাড়িয়ে রাজ্যে করোনা সংক্রমণের হার সামান্য বাড়লো।
#কলকাতা: রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও বেশ কিছুটা কমল করোনা আক্রান্তের সংখ্যা (State Corona Update)। তবে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা গত এক মাসের বেশি তিরিশের উপরে থাকায় উদ্বেগ রয়েই যাচ্ছে রাজ্যে। যদিও উদ্বেগ বাড়িয়ে রাজ্যে করোনা সংক্রমণের হার সামান্য বাড়লো।
রাজ্যে গত ২৪ ঘন্টায় ১৩৪৫ জন আক্রান্ত হয়েছেন। তবে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা সামান্য কমলো। রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যু হয়েছে। যদিও করোনা সংক্রমণের হার আগের দিনের চেয়ে আরও কিছুটা বেড়ে ৩.৬৬ শতাংশ হওয়ায় কিছুটা উদ্বেগে স্বাস্থ্য দফতর। রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা আগের দিনের থেকে অনেকটাই কমে হয় ৩৬,৭৭২ জনের। গত ২৪ ঘণ্টায় যত জনের করোনা পরীক্ষা করা হয়েছে,তার মধ্যে করোনা পজিটিভ হয়েছে ১৩৪৫ জনের। যে কারণে রাজ্যে করোনা সংক্রমণের হার কিছুটা বেড়েছে। এদিন এক ধাক্কায় রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা আরো ৯৩৭ জন কমে ১৯,২৭৬ জন হওয়ায় কিছুটা স্বস্তি এলো সর্বত্রই।
advertisement
গত কয়েকদিন ধরেই রাজ্যে করোনা (State Corona Update) আক্রান্ত হওয়ার নিরিখে সমস্ত জেলাতেই পাঁচশোর নীচে করোনা আক্রান্তের সংখ্যা থাকছিল। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত কমে হলো ১৫৯ জন, মৃত্যু এক ধাক্কায় ৮ জনের হয়েছে। উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত গত ২৪ ঘন্টায় ২২৩ জন, করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ জনের । গত ২৪ ঘণ্টায় হাওড়ায় আক্রান্ত হয়েছে ৪২ জন। দক্ষিণ ২৪ পরগনায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে ৫৩ জন, ২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হুগলি জেলায় করোনা আক্রান্ত হয়েছে ৪৫ জনের, আর করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ৩ জনের হয়েছে।
advertisement
advertisement
দক্ষিণবঙ্গের মধ্যে নদিয়া জেলা ভাবিয়ে তুলেছে স্বাস্থ্য দফতরকে। গত ২৪ ঘন্টায় নদিয়া জেলায় করোনা আক্রান্ত ৭০ জন। বীরভূম জেলায় করোনা আক্রান্ত ৫৯ জন, মৃত্যু হয়েছে ১ জনের। পূর্ব বর্ধমান জেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে ৪০ জন। পশ্চিম বর্ধমান জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৪৪ জন। পশ্চিম মেদিনীপুরে করোনা আক্রান্ত হয়েছেন ৫৪ জন এবং মৃত্যু হয়েছে একজনের।
advertisement
গত বেশ কিছুদিন ধরেই উত্তরবঙ্গ মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে স্বাস্থ্য দফতর থেকে চিকিৎসকদের কাছে (State Corona Update)। যেখানে সারা রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা কমের দিকে, সেখানে বিশেষত কয়েকদিন ধরেই দার্জিলিঙ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং-সহ গোটা উত্তরবঙ্গে সারা রাজ্যের নিরিখে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়ে যাওয়ায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়লো।
advertisement
দার্জিলিঙে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৯১ জন হয়েছে, আর মৃত্যু এক ধাক্কায় ৫ জনের হয়েছে। মালদা জেলাতে এদিন করোনা আক্রান্ত ৩১ জন হয়েছে। জলপাইগুড়ি জেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৯৮ জন হয়েছে। মৃত্যু হয়েছে তিন জনের। কোচবিহার জেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে ৪৫ জন, মৃত্যু হয়েছে একজনের। আলিপুরদুয়ার জেলা, যেখানে একটা সময়ে রাজ্যের মধ্যে সবথেকে কম করোনা আক্রান্ত থাকতো,সেখানে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৬০ জন হয়েছে। রাজ্যের মধ্যে সবথেকে কম করোনা আক্রান্ত হয়েছে ঝাড়গ্রাম জেলায়, সেখানে ১৪ জন আক্রান্ত হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 05, 2022 8:51 PM IST

