Kolkata New Traffic Rules: হেলমেট ছাড়া বাইক চালালে এবার লাইসেন্স নিয়ে টানাটানি, কলকাতায় নতুন নিয়ম

Last Updated:

Kolkata Traffic Rules: হেলমেট না পরলে তিন মাসের জন্য লাইসেন্স সাসপেন্ড!

#কলকাতা: স্রেফ জরিমানা করে বাগে আনা যাচ্ছে না বেপরোয়া বাইক চালকদের। তাই এবার কলকাতায় নতুন নিয়ম চালু হতে চলেছে। মাথায় হেলমেট না পরেই শহরের বিভিন্ন জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে যুবকের দল। ঘটছে একের পর এক দুর্ঘটনা। কখনও বাইক চালকের মৃত্যু বা গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। কখনও আবার বাইক দুর্ঘটনায় হতাহত হচ্ছেন অন্য কেউ। ফলে এবার কড়া ব্যবস্থা নিতে চলেছে কলকাতা পুলিশ।
বেপরোয়া বাইকারদের দাপট রুখতে এবার কলকাতা পুলিশ নতুন নিয়ম চালু করবে। হেলমেট ছাড়া বাইক চালালে এবার থেকে তিন মাসের জন্য ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড করা হবে। কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক অরিজিৎ সিনহা ইতিমধ্যে একটি নির্দেশনামা জারি করেছেন। ট্রাফিক বিভাগের অ্যাসিস্ট্যান্ট পদমর্যাদার কোনও আধিকারিক পরিস্থিতি বুঝে বাইক চালকের লাইসেন্স সাসপেন্ড করতে পারবেন।
advertisement
আরও পড়ুন- কলকাতায় দূষণের সম্পূর্ণ তথ্য অমিল, মাত্রা কতটা, বোঝার উপায় নেই
আগের নিয়ম অনুযায়ী, মদ্যপান করে অথবা অত্যন্ত বেপরোয়াভাবে কেউ বাইক চালালে চালকের লাইসেন্স সাসপেন্ড করতে পারত পুলিশ। তবে এবার মাথায় হেলমেট না থাকলেই তিন মাসের জন্য লাইসেন্স সাসপেন্ড হতে পারে। অনেকে বলছেন, লঘু পাপে গুরুদণ্ড। কারণ ইতিমধ্যে ট্রাফিক আইনে বড়সড় বদল হয়েছে। জরিমানার অঙ্ক একলাফে অনেকটাই বেড়েছে। হেলমেট ছাড়া বাইক চালালে আগে দিতে হত একশো টাকা। এখন চালকের মাথায় হেলমেট না থাকলে দিতে হবে ৫০০ টাকা। আরোহীর মাথাতেো হেলমেট না থাকলে আরও ৫০০ টাকা।
advertisement
advertisement
আরও পড়ুন- ঘুমের ওষুধ দিয়ে শিশুদের কোলে নিয়ে ভিক্ষা!শহরের ট্রাফিক সিগনালে ধরা পড়ল এই ছবি
এতদিন পর্যন্ত মাথায় হেলমেট না পরে বাইক চালালে লাইসেন্স নিয়ে টানাটানি হয়নি। তবে এবার কড়া কলকাতা পুলিশ। পুলিশের দাবি, তিন মাসের জন্য লাইসেন্স সাসপেন্ড হলে চালক বাইক চালাতে পারবেন না ওই সময়। অর্থাত্ তিন মাসের জন্য লাইসেন্স সাসপেন্ড অবাধ্য চালককে উচিত শিক্ষা দেওয়া হবে। এমন শাস্তি যা সেই চালক মনে রাখবেন এবং পরবর্তীকালে হেলমেট না পরে বাইক চালাবেন না। এখন আর স্রেফ জরিমানা করে ক্ষান্ত থাকতে চাইছে না কলকাতা পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata New Traffic Rules: হেলমেট ছাড়া বাইক চালালে এবার লাইসেন্স নিয়ে টানাটানি, কলকাতায় নতুন নিয়ম
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement