State Budget 2024: লোকসভার আগে লক্ষ্মীবারেই রাজ্যের শেষ বাজেট, পেশ করবেন চন্দ্রিমা ভট্টাচার্য! কতটা জনদরদী হবে তা? 

Last Updated:

State Budget 2024: লোকসভা নির্বাচন দোরগোড়ায়।তার আগে এই বাজেটে বড় কোনও চমক কি অপেক্ষা করছে? মমতা বন্দ‍‍্যোপাধ‍্যায় সাম্প্রতিক সময়ে বারবার ইঙ্গিত দিয়েছেন বাজেটে চমক থাকতে পারে৷

মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)
মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)
কলকাতাঃ ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট পেশ করতে চলেছেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।লোকসভা নির্বাচন দোরগোড়ায়।তার আগে এই বাজেটে বড় কোনও চমক কি অপেক্ষা করছে?মমতা বন্দ‍‍্যোপাধ‍্যায় সাম্প্রতিক সময়ে বারবার ইঙ্গিত দিয়েছেন বাজেটে চমক থাকতে পারে৷ ইতিমধ্যেই ১০০ দিনের কাজের বকেয়া তিনি মেটাবেন বলে জানিয়েছেন। আগামী ২১ তারিখ থেকে বকেয়া অর্থ ব্যাংক অ্যাকাউন্টে যাবে বলে তিনি জানিয়েছেন। আবার লক্ষ্মীর ভান্ডারের প্রাপক বেড়েছে। এই অবস্থায় বাজেটে আজ কি ঘোষণা হবে তা নিয়ে সকলের নজর থাকবে।
আরও পড়ুনঃ দীর্ঘদিনের অভিযোগের অবসান! অবশেষে মার্চেই জলকষ্ট থেকে মুক্তি শহরের এই ওয়ার্ডের
মাস ঘুরলেই তোড়জোড় শুরু হবে লোকসভা নির্বাচনের। যা তৃণমূল কংগ্রেস সরকারের কাছে বড় চ্যালেঞ্জ। ঋণ শোধ সামলে কতটা সামাজিক প্রকল্পে বরাদ্দ বাড়ানো যায় এখন সেটাই দেখার। কারণ গোটা বিষয়টির পরিকল্পনা করতে হবে এখন থেকেই। দিদির দূত কর্মসূচিতে রাজ্যের মন্ত্রীদের কাছে সমস্যার কথা বারবার তুলে ধরেছেন মানুষ। কেন্দ্রের সাধারণ বাজেট বা অন্তবর্তীকালীন বাজেটপেশ হয়ে গিয়েছে। আজ, বৃহস্পতিবার চন্দ্রিমা ভট্টাচার্য পেশ করতে চলেছেন রাজ্য বাজেট। রাজ্য সরকারের পক্ষ থেকে লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ বাজেট। নিয়োগ দুর্নীতি থেকে বকেয়া ডিএ—বেশ চাপ তৈরি হয়েছে। আবার সামাজিক প্রকল্প অব্যাহত রাখতে হবে। এই অবস্থায় সাধারণের কথা মাথায় রেখে সরকার কী পদক্ষেপ করে সেটাই দেখার। সামাজিক প্রকল্পে বরাদ্দ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
advertisement
advertisement
সামাজিক কল্যাণ প্রকল্প চালানো, ঋণের বোঝা সামলানোর পর এই বাজেট পেশ তৃণমূল কংগ্রেস সরকারের কাছে পরীক্ষা। বিরোধী রাজনৈতিক দলঋণ এবং রাজকোষের ঘাটতির কথা বারবার তুলে ধরেছে। তার উপর কেন্দ্রীয় সরকারের স্থির করে দেওয়া বিধির চাপও আছে। তবে লোকসভা নির্বাচন সামনে থাকায় গ্রামাঞ্চলের মানুষের কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ গুরুত্ব দেবেন বলে মনে করা হচ্ছে। যদিও কন্যাশ্রী, স্বাস্থ্য সাথী, লক্ষ্মীর ভাণ্ডারে বিপুল খরচ হয় রাজ্যের। তাছাড়া নির্বাচনের আগে সামাজিক কল্যাণ ক্ষেত্রে বরাদ্দ কাটছাঁট করা একপ্রকার অসম্ভব।
advertisement
বেতন–পেনশন, ঋণ শোধ, প্রশাসনিক খরচ, দফতরভিত্তিক বরাদ্দের মতো প্রয়োজনীয় খরচও আছে। অন্যদিকে গত বাজেটে ডিএ বরাদ্দ করা হয়েছিল। তা নিয়ে অবশ্য সরকারি কর্মচারী সংগঠনের একটা অংশের আপত্তি ছিল। তাঁরা আন্দোলন শুরু করে৷ গত ডিসেম্বরে ফের এক দফা ডিএ ঘোষণা হয়। যদিও কেন্দ্রের হারে ডিএ চাই, এই দাবিতে অনড় একাংশ। আজ বাজেটে ডিএ নিয়ে কোনও ঘোষণা থাকে কিনা সেদিকেও সকলের নজর আছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
State Budget 2024: লোকসভার আগে লক্ষ্মীবারেই রাজ্যের শেষ বাজেট, পেশ করবেন চন্দ্রিমা ভট্টাচার্য! কতটা জনদরদী হবে তা? 
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement