হোম /খবর /কলকাতা /
মাস্ক ব্যবহারের প্রসার থেকে পর্যটনকেন্দ্রে কড়া বিধিনিষেধ, কঠোর প্রশাসন

CoronaVirus : মাস্ক ব্যবহারের সচেতনতা প্রসার থেকে পর্যটনকেন্দ্রে কড়া বিধিনিষেধ, কঠোর প্রশাসন

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

অতিমারির তৃতীয় ঢেউয়ের (Coronavirus Third Wave) আশঙ্কায় উদ্বিগ্ন রাজ্য প্রশাসন ৷ কড়া পদক্ষেপ করার জন্য জেলাপ্রশাসকদের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব

  • Last Updated :
  • Share this:

কলকাতা : অতিমারির তৃতীয় ঢেউয়ের (Coronavirus Third Wave) আশঙ্কায় উদ্বিগ্ন রাজ্য প্রশাসন ৷ কড়া পদক্ষেপ করার জন্য জেলাপ্রশাসকদের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী ৷ মুখ্যসচিব শুক্রবার এই মর্মে নয় দফার নির্দেশ দিয়েছেন জেলাশাসক ও জেলার স্বাস্থ্য আধিকারিকদের।

মাস্ক ব্যবহার করানোর জন্য কঠোর বিধিনিষেধ জারির নির্দেশ দেওয়া হয়েছে ৷ কোনও স্থানে জনসমাগম বন্ধ করার জন্যও বিধিনিষেধ জারির কথা বলা হয়েছে ৷ পর্যটনের হাত ধরে যাতে তৃতীয় ঢেউ আছড়ে না পড়ে, সেদিকেও কড়া নজর রাখছে প্রশাসন ৷ দিঘা, দার্জিলিঙের মতো জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলিতে কড়া নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে ৷ আইসিডিএস এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা মাস্ক ব্যবহারের সচেতনতামূলক প্রচারে অংশ নেবেন।

পাশাপাশি, গুরুত্ব দেওয়া হয়েছে শহরে, বিশেষত বস্তি এলাকাগুলিতে টিকাকরণের উপর ৷ মৃত্যুর কারণ বিশ্লেষণের সঙ্গে প্রয়োজনে মৃত্যুর ঘটনা হ্রাসের দিকেও নজর দিতে নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের ৷ বাজার এলাকাগুলির সচেতনতা প্রসার কর্মসূচিতে বাজার কমিটিগুলিকে সামিল করার কথা বলা হয়েছে ৷ বিশেষত বাজারে যাতে মাস্ক ব্যবহার করা হয়, সেই সচেতনতা প্রসারে বাজার কমিটিদের নিযুক্ত করার নির্দেশ জারি করা হয়েছে ৷

তৃতীয় ঢেউ রোধে রাজ্যের জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলির দিকে বিশেষ নজর দিয়েছে রাজ্য প্রশাসন ৷ ইতিমধ্যেই দিঘা-সহ পূর্ব মেদিনীপুরের পর্যটনকেন্দ্রগুলিতে শুরু হয়েছে নাকা-চেকিং ৷ সোমবার কাঁথি মহকুমা প্রশাসনের তরফে জানানো হয়েছে, কোভিডের দুই দফা টিকাগ্রহণ সম্পূর্ণ করে তবেই দিঘা, তাজপুর, মন্দারমণি, শঙ্করপুর-সহ স্থানীয় সৈকতকেন্দ্রিক পর্যটনকেন্দ্রে প্রবেশ করতে পারবেন পর্যটকরা ৷ নয়তো, ৪৮  ঘণ্টার মধ্যে করানো র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা (র‌্যাট) বা আরটিপিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে ৷

সাধারণত সপ্তাহান্তে দিঘা-সহ কাছাকাছি সৈকতগুলিতে পর্যটকদের ভিড় বাড়ে ৷ শুক্রবার দিঘা বাইপাসে নাকা তল্লাশিতে শতাধিক পর্যটককে ফিরিয়ে দেওয়া হয় ৷ টিকার দুটি ডোজের শংসাপত্র বা র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা (র‌্যাট) বা আরটিপিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট দেখাতে না পারা পর্যটকরা ফিরে যেতে বাধ্য হয়েছেন সমুদ্রদর্শন অধরা রেখেই ৷

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Coronavirus, COVID19, Tourist Spot