উঠে যাচ্ছে স্টাফ সিলেকশন কমিশন, রাজ্য সরকারি কর্মী নিয়োগ এবার কোন পথে?

Last Updated:

আর রাজ্য সরকারি কর্মী নিয়োগের পরীক্ষা নেবে না স্টাফ সিলেকশন কমিশন ৷

#কলকাতা: আর রাজ্য সরকারি কর্মী নিয়োগের পরীক্ষা নেবে না স্টাফ সিলেকশন কমিশন ৷ কর্মী নিয়োগের দায়িত্বে থাকা স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ SSC তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার ৷ পরিকাঠামোগত বহু ক্রটি ছাড়াও নিয়োগের ক্ষেত্রে প্রত্যাশামতো ফল না পেয়েই এই সিদ্ধান্ত ৷ তাহলে কিভাবে হবে রাজ্যে সরকারি কর্মী নিয়োগ ৷
এবার থেকে রাজ্য সরকারি কর্মী নিয়োগ করবে শুধুমাত্র পাবলিক সার্ভিস কমিশনই। উঠে যাচ্ছে স্টাফ সিলেকশন কমিশন। সূত্রের খবর, রাজ্যমন্ত্রিসভার পরবর্তী বৈঠকে এই সিদ্ধান্ত সিলমোহর পড়বে। পাবলিক সার্ভিস কমিশনের সঙ্গে স্টাফ সিলেকশন কমিশনকে মিলিয়ে দেওয়া হচ্ছে ৷
২০১২ সালে সরকারি কর্মী নিয়োগের জন্য গঠন করা হয়েছিল স্টাফ সিলেকশন কমিশন। কিন্তু কয়েক বছরে সেভাবে কোনও নিয়োগ করতে পারেনি এই কমিশন। উল্টে প্রশ্নফাঁস, পরীক্ষার খাতা চুরি, মোবাইলে নিয়োগ পরীক্ষার উত্তরপত্রের ছবি চালাচালির মতো একাধিক অভিযোগ উঠেছে ৷
advertisement
advertisement
মনে করা হচ্ছে সেকারণে আর দুটি কমিশন না রেখে একটি কমিশনের মাধ্যমেই কর্মী নিয়োগ করতে চাইছে সরকার। এবার থেকে ফের গ্রুপ-বি এবং সি বিভাগে কর্মী নিয়োগ করবে পিএসসি ৷ ইতিমধ্যেই রাজ্যে বহু দিন পর চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগের ক্ষেত্রে গ্রুপ-ডি রিক্রুটমেন্ট বোর্ড গঠন করেছে সরকার।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
উঠে যাচ্ছে স্টাফ সিলেকশন কমিশন, রাজ্য সরকারি কর্মী নিয়োগ এবার কোন পথে?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement