Partha Chatterjee| Arpita Mukherjee|| তথ্য গোপন করছেন পার্থ, উল্টোরূপ অর্পিতার! আদালতে আজ ঝড় তুলবে ইডি

Last Updated:

Partha Chatterjee Arpita Mukherjee reached Joka ESI Hospital: গ্রেফতারির পর থেকে আজ পর্যন্ত তদন্তে সহযোগিতা করছেন না পার্থ চট্টোপাধ্যায়। দিনের পর দিন ইডি আধিকারিকরা তাঁকে নানা বিষয়ে নানা প্রশ্ন করলেও, মুখে একেবারে কুলুপ এঁটে রয়েছেন প্রাক্তন মন্ত্রী।

#কলকাতা: সকালে শেষ প্রস্থের জেরা সম্পূর্ণ হওয়ার পর পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে জোকা ইএসআই হাসপাতালে পৌঁছলেন। সেখানেই আজ রুটিন চেক-আপ হওয়ার পরে তাঁদের নিয়ে যাওয়া হবে কলকাতা নগর দায়রা আদালতে। ইতিমধ্যেই দু'দফায় পার্থ-অর্পিতার ১৪ দিনের ইডি হেফাজতের মেয়াদ শেষ হয়েছে। ফলে আজ কোন কোন তথ্য ইডি আদালতের সামনে পেশ করবে, তা শোনার অপেক্ষায় রাজ্যের মানুষ।
ইডি সূত্রে জানা গিয়েছে, গ্রেফতারির পর থেকে আজ পর্যন্ত তদন্তে সহযোগিতা করছেন না পার্থ চট্টোপাধ্যায়। দিনের পর দিন ইডি আধিকারিকরা তাঁকে নানা বিষয়ে নানা প্রশ্ন করলেও, মুখে একেবারে কুলুপ এঁটে রয়েছেন প্রাক্তন মন্ত্রী। এমনকি বহু তথ্য গোপন করছেন বলেও অভিযোগ। তবে অনেক বেশি তথ্য দিয়ে সাহায্য বলছেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়।
advertisement
advertisement
আরও পড়ুন: টেনশনের সঙ্গে বন্ধুত্ব নেই, 'দিদির' ভরসা রাখতে মন্ত্রিত্বের শুরুতেই ঝড় তুললেন বাবুল সুপ্রিয়
প্রসঙ্গত, ৩ অগাস্ট এসএসসি দুর্নীতি-মামলার শুনানিতে বিচারক অভিযুক্ত পার্থ-অর্পিতাকে ৫ অগাস্ট অর্থাৎ আজ শুক্রবার পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। অর্থাৎ, আজ তাঁদের ইডি হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। এমতাবস্থায় তাই কোনও সময় নষ্ট করতে নারাজ ইডি। ফলে সকাল থেকেই শুরু হয় জেরা। সূত্রের খবর, আজ কিছু CD আদালতে জমা দেবেন ইডি কর্তারা। আর সেখানে থাকা নতুন তথ্যের ভিত্তিতে ফের তাঁদের নিজেদের হেফাজতে চাইতে পারে ইডি। ইডি কর্তাদের দাবি, জেরায় উঠে আসা নতুন নানা তথ্যের ভিত্তিতে পরবর্তী তদন্ত চলবে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee| Arpita Mukherjee|| তথ্য গোপন করছেন পার্থ, উল্টোরূপ অর্পিতার! আদালতে আজ ঝড় তুলবে ইডি
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement