অ‍্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেন! ফিনান্সিয়াল স্ক্রুটিনি হতে চলেছে জীবনকৃষ্ণের! আর্থিক লেনদেনে কেন ফরেনসিক অ্যানালিসিস করতে চায় ইডি?

Last Updated:

এবার জীবনকৃষ্ণ সাহার আর্থিক লেনদেনের পরিমাণ জানতে ফরেনসিক অ্যানালিসিস এবং ফিনান্সিয়াল স্ক্রুটিনি করতে চলেছে ইডি

জীবনকৃষ্ণের আর্থিক লেনদেনে এবার ফরেনসিক অ্যানালিসিস করবে ইডি
জীবনকৃষ্ণের আর্থিক লেনদেনে এবার ফরেনসিক অ্যানালিসিস করবে ইডি
কলকাতা: এবার জীবনকৃষ্ণ সাহার আর্থিক লেনদেনের পরিমাণ জানতে ফরেনসিক অ্যানালিসিস এবং ফিনান্সিয়াল স্ক্রুটিনি করতে চলেছে ইডি।জীবনকৃষ্ণ, তাঁর স্ত্রী ও আত্মীয়দের ব্যাঙ্ক অ‍্যাকাউন্টের ফরেন্সিক অ‍্যানালিসিস করতে চলেছে ইডি।
তদন্তে এখনও পর্যন্ত একাধিক ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে বলে জানিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এছাড়াও, ইডি সূত্রের দাবি সমস্ত অ‍্যাকাউন্টের ফরেন্সিক অ‍্যানালিসিস করা হবে। আর্থিক লেনদেনের যাবতীয় যাবতীয় পরিমাণ খুঁটিয়ে জানার জন্যই তা প্রয়োজন বলে জানানো হয়েছে ইডির পক্ষ থেকে।
জেনে নেওয়া যাক আর্থিক লেনদেনের ফরেন্সিক অ‍্যানালিসিস কী?
বিশেষজ্ঞদের মতে ফরেন্সিক বিশেষজ্ঞরা অ্যাকাউন্টের পুঙ্খানুপুঙ্খ লেনদেনের তথ্য পরীক্ষা করেন। এই পরীক্ষার মাধ্যমে বেরিয়ে আসে বৈধ ও অবৈধ লেনদেন দেশে প্রথম সত্যম কেলেঙ্কারি মামলায় ফরেন্সিক অডিট করা হয়েছিল। তবে নিয়োগ দুর্নীতি মামলায় জীবনে অ‍্যাকাউন্টের ফরেন্সিক অ‍্যানালিলিস করা হচ্ছে।
advertisement
advertisement
আরও পড়ুন: বিজেপির নতুন রাজ্য কমিটিতে কারা থাকবেন? কে কে বাদ পড়বেন? তড়িঘড়ি দিল্লি যাচ্ছেন শমীক
এই অ্যানালাইসিসের মাধ্যমে দেখা গিয়েছে জীবনের রাষ্ট্রায়ত্ত ব‍্যাঙ্কের অ‍্যাকাউন্ট ছাড়াও গ্রামীণ ব্যাঙ্কেও একাধিক অ্যাকাউন্ট মিলেছে । সেই সমস্ত অ্যাকাউন্টের লেনদেনের ফরেন্সিক অ‍্যানালিসিস করা হবে।
আরও পড়ুন: সপ্তাহের মাঝামাঝি ফের বৃষ্টি, পুজোর শপিং করতে কতটা বেগ দেবে আবহাওয়া? রইল লেটেস্ট আপডেট
ইডি দাবি করছে এই গ্রামীণ ব্যাঙ্কে জীবন ও তার স্ত্রীর একাধিক অ্যাকাউন্ট পাওয়া গেছে। এই অ্যাকাউন্টগুলিতে বিপুল পরিমাণে টাকা জমা পড়েছে বলে জানানো হয়েছে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে।
advertisement
উল্লেখ্য, নবম ও দশম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিভিন্ন অভিযুক্তর থেকে এখনও পর্যন্ত প্রায় ২৩৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।
বাংলা খবর/ খবর/কলকাতা/
অ‍্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেন! ফিনান্সিয়াল স্ক্রুটিনি হতে চলেছে জীবনকৃষ্ণের! আর্থিক লেনদেনে কেন ফরেনসিক অ্যানালিসিস করতে চায় ইডি?
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement