SSC: SSC দুর্নীতিতে বিরাট মোড়! ২০১৬-তে চাকরি প্রাপকদের সকলকে নোটিস পাঠাতে নির্দেশ কোর্টের!

Last Updated:

SSC: আদালত জানিয়েছে, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ - সি, গ্রুপ - ডি, নবম - দশম এবং একাদশ - দ্বাদশের সব শিক্ষক - অশিক্ষক কর্মীকে এ বিষয়ে নোটিস দিয়ে অবগত করতে হবে।

হাইকোর্টের বড় নির্দেশ
হাইকোর্টের বড় নির্দেশ
কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বড় মোড়। SSC-র ২০১৬ নিয়োগ প্রক্রিয়ায় যারা চাকরি পেয়েছেন, তাদের সবাইকে নোটিস দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের। মামলা বিচারাধীন রয়েছে এই মর্মে নোটিস দেওয়ার নির্দেশ। এই মাসের অর্থাৎ ডিসেম্বরের বেতন দেওয়ার আগে সবাই নোটিস পেয়েছেন, এই মর্মে স্বাক্ষর করিয়ে নিতে হবে। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের নির্দেশ, রাজ্যকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে।
আদালত জানিয়েছে, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ – সি, গ্রুপ – ডি, নবম – দশম এবং একাদশ – দ্বাদশের সব শিক্ষক – অশিক্ষক কর্মীকে এ বিষয়ে নোটিস দিয়ে অবগত করতে হবে। কেউ আদালতে আসতে চাইলে আসতে পারেন। এমনও নির্দেশ দিয়েছে আদালত। রাজ্য এ বিষয়ে একজন নোডাল অফিসার নিযুক্ত করবেন, যিনি হলফনামা দিয়ে জানাবেন যে এই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে কিনা। নির্দেশ আদালতের।
advertisement
advertisement
একাদশ দ্বাদশ কোনও চাকরি বাতিল হয়নি। বাকি ৩ ক্যাটাগরিতে চাকরি বাতিল প্রায় ৫০০০। সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত সেই বাতিলে স্থগিতাদেশ। ৫০০০ চাকরি বাতিলের ভবিষ্যৎ বিশেষ ডিভিশন বেঞ্চের ওপর ছেড়েছে সুপ্রিম কোর্ট। নবম-দশমে ১১৫২৫। একাদশ দ্বাদশ ৫৫০০। গ্রুপ সি ৪৪৮৭। গ্রুপ ডি ২০৩৭। মোট ২৩৫৪৯ চাকরি প্রাপককে নোটিস ধরাতে নির্দেশ চলতি মাসেই।
বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC: SSC দুর্নীতিতে বিরাট মোড়! ২০১৬-তে চাকরি প্রাপকদের সকলকে নোটিস পাঠাতে নির্দেশ কোর্টের!
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement