টাইপ টু ডায়েবেটিস-ক্লাস থ্রি ওবেসিটির কষ্ট বললেন পার্থ চট্টোপাধ্যায়, বিচারক কিছুই শুনতে পেলেন না!

Last Updated:

কালীপুজো-দিওয়ালি সব জেলেই কাটবে। আগামী ২৮ অক্টোবর ফের আদালতে পেশ করা হবে এসএসসি দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়কে।

পার্থ চট্টোপাধ্যায়
পার্থ চট্টোপাধ্যায়
#কলকাতা: রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শিক্ষক নিয়োগের দুর্নীতিতে অভিযুক্ত হয়ে আপাতত জেলে। দুর্গাপুজো, জন্মদিন সবই জেলেই কেটেছে রাজ্যের প্রভাবশালী নেতার। এবার কালীপুজো, দিওয়ালিও জেলেই কাটবে পার্থ চট্টোপাধ্যায়ের। বুধবার আদালতে পার্থর অসুস্থতার কারণ দেখিয়ে জামিন চাইলেও, তা ধোপেই টেকেনি। আগামী ২৮ অক্টোবর ফের আদালতে পেশ করা হবে এসএসসি দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়কে।
এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পরে বুকে হাত দিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, তিনি ভালো নেই। এরপর অনেকগুলো দিন কেটে গিয়েছে। মাঝে দুর্গাপুজো, জন্মদিন কেটেছে জেলের অন্দরে। কিন্তু কেমন আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়? বুধবার আলিপুর আদালতে বিচারকের মুখোমুখি হয়েছিলেন তিনি। সূত্রের খবর, তাঁকে দেখেই বিচারক প্রশ্ন করেন, কেমন আছেন আপনি?
advertisement
আরও পড়ুন: চমকের উত্তরবঙ্গ সফর শেষ, আজ কলকাতায় ফিরেই কালীপুজো উদ্বোধন মমতার
বিচারকের প্রশ্ন শুনেই টানা বলতে শুরু করেন পার্থ। টানা বললেন তিনি। নিজের অসুস্থতার কথাই বলে চলেছিলেন তিনি। কিন্তু গোটা পর্বটাই ছিল ভার্চুয়াল মাধ্যমে। সম্ভবত প্রযুক্তিগত সমস্যার কারণে প্রাক্তন শিক্ষামন্ত্রীর কথা বিশেষ বোঝা যায়নি বলেই খবর। অগত্যা তাঁর আইনজীবী প্রাক্তন শিক্ষামন্ত্রীর অসুস্থতার নানা দিক তুলে ধরেন।
advertisement
advertisement
আরও পড়ুন: বিরাট আশঙ্কা! কালীপুজো এবার তছনছ হতে পারে ঘূর্ণিঝড়ে, জারি হচ্ছে বড় নিষেধাজ্ঞা
পার্থর আইনজীবী আদালতে জানিয়েছেন, টাইপ টু ডায়েবেটিস, ক্লাস থ্রি ওবেসিটি আছে পার্থ চট্টোপাধ্যায়ের। তিনি কার্ডিয়াক এজ গ্রুপের বলেও উল্লেখ করেন আইনজীবী। পাশাপাশি এসএসকেএম হাসপাতালের মেডিক্যাল ডায়েটের কথা উল্লেখ করেন। এদিকে পার্থর জন্য জেল হেফাজতের মেয়াদ আরও ১৪ দিন বৃদ্ধি করার আর্জি জানিয়েছিল সিবিআই।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
টাইপ টু ডায়েবেটিস-ক্লাস থ্রি ওবেসিটির কষ্ট বললেন পার্থ চট্টোপাধ্যায়, বিচারক কিছুই শুনতে পেলেন না!
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement