SSC Scam| Partha Chatterjee: সোমবার ভোরে পার্থর গন্তব্য এয়ার অ্যাম্বুলেন্সে ভুবনেশ্বর AIIMS, চলবে শারীরিক পরীক্ষা নিরীক্ষা, বিকেলে নিম্ন আদালতে ভার্চুয়াল শুনানি

Last Updated:

SSC Scam Arrest| Partha Chatterjee Update: সোমবার ভোরেই পার্থকে নিয়ে উড়ে যাবে এয়ার অ্যাম্বুলেন্স! বিকেলে হবে ভার্চুয়াল শুনানি!

পার্থ চট্টোপাধ্যায়
File Photo
পার্থ চট্টোপাধ্যায় File Photo
প্রতিবেদন : অর্ণব হাজরা
#কলকাতা: আদালতের নির্দেশ অনুযায়ী আগামিকাল ভোরেই পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হবে ভুবনেশ্বরে। সঙ্গে যাবেন এসএসকেএমে পার্থর দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও তাঁর আইনজীবী। এদিকে সোমবারই তাঁকে নিম্ন আদালতে পেশ করার কথা (SSC Scam| Partha Chatterjee)। সেক্ষেত্রে শুনানিতে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন পার্থ চট্টোপাধ্যায়। একনজরে দেখে নেওয়া যাক আজকের শুনানিতে যে যে নির্দেশ দিল হাইকোর্ট (Calcutta High Court)।
advertisement
  • ১) আদালতের নির্দেশ অনুযায়ী আগামিকাল সকাল সকাল পার্থ চট্টোপাধ্যায়কে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে ভুবনেশ্বর এইমসে নিয়ে যাবে তদন্তকারী সংস্থা (ED)।
  • ২) কলকাতা বিমানবন্দর পর্যন্ত এসএসকেএম এর অ্যাম্বুলেন্স এর মাধ্যমে নিয়ে যেতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে।
  • ৩) তাঁর সঙ্গে থাকবেন এসএসকেএম হাসপাতালের একজন চিকিৎসক এবং পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী।
  • ৪) কার্ডিওলজি, নেফ্রলজি, রেস্পিরাটরি মেডিসিন এবং এন্ডোক্রিনোলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত একটি বিশেষ দল গঠন করে পার্থ চট্টোপাধ্যায়ের পরীক্ষা নিরীক্ষা করতে হবে (SSC Scam| Partha Chatterjee)।
advertisement
advertisement
  • ৫) বিকেল তিনটের মধ্যে শারীরিক পরীক্ষার একটি রিপোর্ট তৈরি করে এনফোর্সমেন্ট ডাইরেক্টর-এর তদন্তকারী আধিকারিক, এসএসকেএম হাসপাতালে চিকিৎসক এবং পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে দিতে হবে।
  • ৬) তদন্তকারী আধিকারিক স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টের একটি সফ্ট কপি কলকাতার ইডি অফিসে পাঠাবেন। কলকাতার ইডি আধিকারিকরা সেই কপি বিশেষ আদালতের কাছে পেশ করবেন।
  • ৭) নিম্ন আদালত আগামিকাল বিকেল চারটেয় শুনানির কাজ শুরু করবেন (SSC Scam| Partha Chatterjee)।
  • ৮) তদন্তকারী আধিকারিক ইলেকট্রনিক ভিডিও লিংকেজ এর মাধ্যমে বা ভার্চুয়ালি পার্থ চট্টোপাধ্যায়কে নিম্ন আদালতের সামনে পেশ করার বন্দোবস্ত করবেন।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC Scam| Partha Chatterjee: সোমবার ভোরে পার্থর গন্তব্য এয়ার অ্যাম্বুলেন্সে ভুবনেশ্বর AIIMS, চলবে শারীরিক পরীক্ষা নিরীক্ষা, বিকেলে নিম্ন আদালতে ভার্চুয়াল শুনানি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement