SSC Scam || Chandan Mandol: চন্দন মণ্ডলের সঙ্গে কোন প্রভাবশালীর যোগ? নিয়োগ দুর্নীতির শিকড়ে পৌঁছতে মরিয়া CBI
- Published by:Satabdi Adhikary
- Written by:Arpita Hazra
Last Updated:
রবিবার চন্দন সহ পাঁচ অভিযুক্তকে নিজাম প্যালেস থেকে মেডিক্যাল পরীক্ষা করানো জন্য বের করার সময় চন্দন মণ্ডলকে
কলকাতা: দুর্নীতি কাণ্ডে ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের সঙ্গে ব্যক্তিগত পরিচয় ছিল না। তিনি শুধুমাত্র প্রসন্ন রায়ের কথা শুনেই কাজ করতেন। তার কাছেই পৌঁছে দিতেন চাকরিপ্রার্থীদের কাছ থেকে নেওয়া টাকা। সিবিআইয়ের কাছে জেরায় নাকি এমনই দাবি করেছেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত চন্দন মণ্ডল।
সিবিআইয়ের দাবি, প্রভাবশালী নেতাদের সঙ্গে তাঁর যোগাযোগ সম্পর্কে চন্দন মন্ডলকে জেরা করতেই তা এড়িয়ে যাচ্ছেন তিনি। সূত্রের খবর, জেরা চলাকালীন সিবিআই চন্দনকে প্রশ্ন মণ্ডলকে প্রশ্ন করে, "পার্থ চট্টোপাধ্য়ায়কে চেনেন?" চন্দন মণ্ডল উত্তর দেন, "নাম শুনেছি। পেপারে টিভিতে ছবি দেখেছি।" সিবিআই প্রশ্ন করে, "আপনার সঙ্গে কীভাবে আলাপ পার্থ চট্টোপাধ্যায়ের?" চন্দন মণ্ডল উত্তর দেন, "আমার সঙ্গে পার্থ চ্যাটার্জির সরাসরি পরিচয় কখনও হয়নি।"
advertisement
আরও পড়ুন: বাড়ছে আতঙ্ক! এবার অ্যাডিনোভাইরাসে মৃত্যু কলকাতার আড়াই বছরের শিশুর
চন্দনের এমন উত্তরের পরে সিবিআিয়ের আধিকারিকেরা তাঁর কাছে জানতে চান, তাহলে চাকরি 'বিক্রি'র এত যে টাকা, তিনি কার কাছে দিতেন? উত্তরে নাকি চন্দন জানিয়েছেন, "আমি প্রসন্ন রায়কেই শুধু চিনি।"
advertisement
সিবিআইয়ের দাবি, গোটা দুর্নীতিচক্রে চন্দন মণ্ডল যথেষ্ট গুরুত্বপূর্ণ এজেন্ট ছিলেন। ফলে চন্দন মণ্ডলকে জেরা করে আরও নয়া তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করছে তারা। সিবিআই দাবি, চন্দনের সঙ্গে বড় মাপের নেতা বা প্রভাবশালী ব্যক্তিরও যোগাযোগ থাকতে পারে। তবে সেই প্রভাবশালী নেতা বা ব্যক্তি কে ছিলেন, তা এড়িয়ে যাচ্ছেন চন্দন।
advertisement
রবিবার চন্দন সহ পাঁচ অভিযুক্তকে নিজাম প্যালেস থেকে মেডিক্যাল পরীক্ষা করানো জন্য বের করার সময় চন্দন মণ্ডলকে। সেই সময় চন্দনকে সাংবাদিকেরা প্রশ্ন করেন, "পার্থ চট্টোপাধ্যায়কে চেনেন? প্রসন্ন কাছে কত টাকা গিয়েছে?" কিন্তু এই সব প্রশ্নের উত্তরে চন্দন সপাট বলেন, "আই উইল নট শেয়ার এনিথিং মোর।" (আমি আর কোনও কথা বলব না)
advertisement
আরও পড়ুন: ফের ভাইরাস-আতঙ্ক! জ্বর, কাশি, শ্বাসকষ্ট! এক্কেবারে করোনার মতো, বাচ্চাদের সামলে..
অভিযোগ, এই চন্দন মণ্ডল শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত প্রসন্ন রায়ের এজেন্ট ছিলেন। ফলে চন্দন মণ্ডলের কাছে টাকা আসা মাত্র, তা তিনি প্রসন্নকে পাঠিয়ে দিতেন বহলে জানা গিয়েছে। চন্দন মণ্ডলের সঙ্গে প্রভাবশালী ব্যক্তিদের যোগ থাকতে পারে বলে অনুমান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের। আর সেই কারণে তাঁকে দফায় দফায় জেরা করা হচ্ছে বলে জানা গিয়েছে।
advertisement
ARPITA HAZRA
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 19, 2023 4:49 PM IST