SSC Recruitment Scam: নিয়োগ দুর্নীতি কাণ্ডে এখনও 'কারা' গরাদের বাইরে? উত্তরে মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়! বাংলাজুড়ে শোরগোল
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:Arpita Hazra
Last Updated:
SSC Recruitment Scam: ফের একের পর এক বোমা ফাটালেন নিয়োগ দুর্নীতি কাণ্ডের মূল অভিযুক্ত তথা প্ৰাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
কলকাতা: ফের একের পর এক বোমা ফাটালেন নিয়োগ দুর্নীতি কাণ্ডের মূল অভিযুক্ত তথা প্ৰাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সকালে আদালতে ঢোকার মুখেই এক বছর ধরে বিনা বিচারে বন্দি থাকার অভিযোগ তুলে সরব হন নিয়োগ দুর্নীতি কাণ্ডে গত এক বছর ধরে জেলবন্দি তৃণমূলের প্রবীণ হেভিওয়েট নেতা। এবার এই মামলায় আরও কারা জড়িত এই প্রশ্নেও বড় ইঙ্গিত দিয়ে তোলপাড় ফেলে দিলেন পার্থ চট্টোপাধ্যায়।
এদিন সকালেই পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘বিনা বিচারে একবছর জোর করে আটকে রেখেছে’। আদালতের পথে আজই সুর চড়ান পার্থ চট্টোপাধ্যায়। এরপরে আদালত থেকে বেরিয়েও বিস্ফোরক মন্তব্যে একের পর এক বোমা ফাটালেন প্রাক্তন শিক্ষা মন্ত্রী তথা তৃণমূলের হেভিওয়েট নেতা।
advertisement
advertisement
গতবছর তৃণমূলের শহিদ দিবস, ২১ জুলাইয়ের পরদিনই নিয়োগ দুর্নীতি মামলায় ইডি আধিকারিকদের হাতে গ্রেফতার হয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ তার পরে আরেকটা শহিদ দিবস চলে গিয়েছে৷ এসেছে আরেকটা ২২ জুলাই৷ পার্থের গ্রেফতারির বর্ষপূর্তির পরে আজ, সোমবার আদালতে নিয়ে যাওয়ার পথে প্রথম ফের মুখ খোলেন আজ পার্থ চট্টোপাধ্যায়৷ আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহলের দাবি এদিন একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন প্রাক্তন মন্ত্রী। প্রশ্নোত্তর অনেকটা এইরকম ছিল :
advertisement
প্রশ্ন : আপনি কি মনে করেন নিয়োগ দুর্নীতিতে আরও কেউ আছে যিনি জেলের বাইরে আছেন?
উত্তর: হ্যাঁ, এখনও অনেকেই আছে
প্রশ্ন : নাম বলবেন?
উত্তর : আপনারা সাংবাদিক আপনারা খুঁজে বের করুন।
advertisement
প্রশ্ন : ২১ শে জুলাই এর অনুষ্ঠান দেখলেন?
উত্তর : হ্যাঁ
প্রশ্ন : আপনার তো নাম নেওয়া হয়নি?
উত্তর : আমি খুশি হয়েছি।
প্রশ্ন : কেন?
উত্তর : এত বড় মঞ্চ থেকে নাম নিলে বিপদই হত। কিন্তু যাঁরা শহীদ হয়েছে তাঁদের পরিবারকে একটা চাকরি দেওয়া উচিত ছিল। আমি আবেদন করছি।
advertisement
একইসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় তাঁর সপক্ষে এদিন বলেন, ” আমি নির্দোষ। টাকা কি আমার? কোথায় রিসার্ভ ব্যাংকের টাকা দেখিয়ে ইডি বলছে আমার টাকা। একজনকে দেখাতে পারবে যার থেকে হাত থেকে আমি টাকা নিয়ে চাকরি দিয়েছি?”
প্রশ্ন: টাকা তাহলে কার?
উত্তর : সে ইডি বলবে।
প্রশ্ন: ইডি-র সঙ্গে আরও একজন, অর্পিতা চট্টোপাধ্যায়ও যে বলছেন আপনার টাকা!
advertisement
উত্তর : পুরোটাই গট আপ।
প্রসঙ্গত, এদিন আদালতে প্রবেশের সময় সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন। আপনার তো জেলে একবছর হয়ে গেল। এটা নিয়ে কী বলবেন? জবাবে গলা চড়িয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘কোনওরকম বিচার ছাড়া আমাকে জোর করে আটকে রাখা হয়েছে। এক বছর বিনা বিচারে আছি। আমায় জোর করে আটকে রাখা হয়েছে। বন্দিমুক্তি আন্দোলনকারীদের জিজ্ঞাসা করুন। তাঁরা মুখ খুলছেন না কেন? বিনা বিচারে একবছর হয়ে গেল। আমাকে একবছর জোর করে আটকে রেখেছে। কে, কি বলল তাতে আমার কিছু যায় আসে না, আমাকে জোর করে আটকে রেখেছে।’ বিনা বিচার কেন বলছেন? উত্তরে তিনি বলেন, ‘বিচার হচ্ছে না তাই’।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 24, 2023 6:49 PM IST