High Court On Central Force: আরও ১০ দিন...! রাজ্যে কোথায় কোথায় থাকছে কেন্দ্রীয় বাহিনী? বড় 'নির্দেশ' দিল আদালত
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:ARNAB HAZRA
Last Updated:
High Court On Central Force: পঞ্চায়েত নির্বাচনী জনস্বার্থ মামলায় বড় সিদ্ধান্ত। ভোট পরবর্তী সন্ত্রাস মোকাবিলায় রাজ্যে আরও ১০ দিন থাকতে প্রস্তুত কেন্দ্রীয় বাহিনী। আদালতলে এমনটাই জানিয়েছে কেন্দ্র।
কলকাতা: পঞ্চায়েত নির্বাচনী জনস্বার্থ মামলায় বড় সিদ্ধান্ত। ভোট পরবর্তী সন্ত্রাস মোকাবিলায় রাজ্যে আরও ১০ দিন থাকতে প্রস্তুত কেন্দ্রীয় বাহিনী। আদালতলে এমনটাই জানিয়েছে কেন্দ্র। আর এই মর্মে কেন্দ্রীয় বাহিনীকে রাজ্যে আরও ১০ দিন থাকার অনুমতি দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশন স্পর্শকাতর এলাকা সনাক্ত করবে এবং সেখানেই এই বাহিনী মোতায়েন করতে হবে। এমনটাই নির্দেশ প্রধান বিচারপতির।
আদালত অনুমতি দিলে পর্যায়ভিত্তিকভাবে তাদের প্রত্যাহার করা হবে। জানাল কেন্দ্র। পর্যায়ভিত্তিক বাহিনী প্রত্যাহারের অনুমতি দিলেন প্রধান বিচারপতি। পঞ্চায়েত ভোটে মোট ২৩৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছিল রাজ্যে। ১৩৬ কোম্পানি রাজ্য ছেড়ে গিয়েছে ইতিমধ্যেই। এর মধ্যে ১১৯ SPO এবং বাকি ১৭ কোম্পানি CAPF। এমনটাই আদালতে জানাল রাজ্যের অ্যাডভোকেট জেনারেল।
advertisement
advertisement
৫২ কোম্পানি ২২ জুলাই ফিরেছে এবং ৮৪ কোম্পানি ২৩ জুলাই ফিরে গিয়েছে। তবে সমস্ত কেন্দ্রীয় বাহিনি ফেরানো হয়নি বলেই কেন্দ্রকে জানাল আদালত।
রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশন শুরু থেকে নোডাল অফিসারের সঙ্গে অসহযোগিতা করে আসছে বলে অভিযোগ কেন্দ্রের। প্রায় ৬১হাজার বুথে নির্বাচন কমিশন একদিনের মধ্যে স্ক্রুটিনি করল কী করে? – এমনটাই সওয়াল করেন শুভেন্দু অধিকারীর আইনজীবী। এত বিপুল সংখ্যক বুথের সিসিটিভি ফুটেজ বা ভিডিও ফুটেজ এত অল্প সময়ের মধ্যে দেখে কোন কোন বুথে পুনরায় নির্বাচন প্রয়োজন সেই সিদ্ধান্তে কি করে উপনীত হল কমিশন.- সওয়াল শুভেন্দু অধিকারীর আইনজীবীর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 24, 2023 1:24 PM IST