SSC Exam: রাত পোহালেই এসএসসি পরীক্ষা, রবিবার যান চলাচল সচল রাখতে পথে থাকবে অতিরিক্ত বাস এবং মেট্রো

Last Updated:

SSC Exam: রবিবার এসএসসি পরীক্ষা, সেই উপলক্ষে কলকাতাকে সচল রাখতে ব্যবস্থা নিচ্ছে রাজ্যের পরিবহণ দফতর এবং মেট্রো কর্তৃপক্ষ। বাস এবং মেট্রো থাকবে শহরে, সেই রকমই বন্দোবস্ত করবে পরিবহণ দফতর।

বাড়তি বাস এবং মেট্রো
বাড়তি বাস এবং মেট্রো
কলকাতা: রবিবার এসএসসি পরীক্ষা, সেই উপলক্ষে কলকাতাকে সচল রাখতে ব্যবস্থা নিচ্ছে রাজ্যের পরিবহণ দফতর এবং মেট্রো কর্তৃপক্ষ। বাস এবং মেট্রো থাকবে শহরে, সেই রকমই বন্দোবস্ত করবে পরিবহণ দফতর।
রবিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে যাবে মেট্রোর পরিষেবা। ব্লু লাইনে ট্রাফিক ব্লক রয়েছে মহানায়ক উত্তম কুমার স্টেশনে। রবিবার সেই ব্লক তুলে দেওয়া হবে। মোট ১৩০টি মেট্রো চলবে এই লাইনে।
advertisement
আট মিনিট অন্তর চলবে এই পরিষেবা। অন্য দিকে, গ্রিন লাইনে (হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ) রবিবার মেট্রো বন্ধ থাকলেও, কাল তা চলবে তাও ১৫ মিনিট অন্তর। শুধু তাই নয়, মোট ১০৪টি মেট্রো চালানো হবে।
advertisement
রাজ্যের পরিবহন দফতরের সূত্রে জানিয়ে দেওয়া হয়েছে, অন্য রবিবারের মতো নয়, প্রতিটি ডিপোকে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি রুটে পরীক্ষা শুরুর আগে এবং পরীক্ষা শেষের পর গড়ে ২০ মিনিট থেকে ৩০ মিনিট অন্তর অন্ততঃ একটি করে বাস চালাতে হবে। রেল স্টেশনের সংযোগকারী রুটে বাসের সংখ্যা বাড়াতে বলা হয়েছে। তবে শুধু সরকারি বাস নয়, বেসরকারি বাস মালিকদেরও বেশি বাস রাস্তায় রাখার আবেদন জানানো হয়েছে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC Exam: রাত পোহালেই এসএসসি পরীক্ষা, রবিবার যান চলাচল সচল রাখতে পথে থাকবে অতিরিক্ত বাস এবং মেট্রো
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement