SSC Protest: ‘ভুলবার্তা যেতে পারে,’ ২০ মিনিটের বৈঠকে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন মুখ্যসচিব
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
চাকরিহারা শিক্ষকরা বলেন, ‘আমাদের দাবি একটাই৷ যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক৷’ সরকার অযোগ্যদের পরীক্ষা নিক৷’ হাইকোর্টে সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে কেন রাজ্য সরকার অযোগ্যদের হয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করল, সেই প্রশ্নও তোলেন বিক্ষোভকারীরা৷
কলকাতা: চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে বৈঠকে ধৈর্য ধরার কথা বললেন মুখ্যসচিব মনোজ পন্থ। প্রায় কুড়ি মিনিট তিনি বৈঠক করেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে। ওই বৈঠকে তিনি এই বার্তা দেন বলেই নবান্ন সূত্রে খবর। প্রসঙ্গত, সোমবার চাকরিহারা শিক্ষকদের নবান্ন অভিযানকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় হাওড়ায়৷ এ দিন পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, হাজার হাজার চাকরিহারা শিক্ষক মিছিল করে নবান্নের দিকে এগোতে থাকেন৷ শিক্ষকদের আটকাতে প্রস্তুত ছিল পুলিশও৷ নবান্নের অনেক আগেই বিভিন্ন রাস্তায় উঁচু গার্ডরেল বসিয়ে শিক্ষকদের মিছিল আটকানোর ব্যবস্থা করা হয়৷ চাকরিহারা শিক্ষকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বচসাও হয়৷ পরে নবান্নে আন্দোলনারীদের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন মুখ্যসচিব৷
এদিন মুখ্যসচিব মনোজ পন্থ জানান, ‘‘নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে আলোচনা করেছেন। রাজ্য সরকার রিভিউ পিটিশনে গেছে। রিভিউ পিটিশন চলাকালীন এমন কোন কাজ করা ঠিক হবে না যেটা তাদেরই সমস্যা তৈরি করে।omr শিট আপলোড ও যোগ্য অযোগ্য তালিকা নিয়ে আপনারা যে দাবি করছেন রিভিউ পিটিশন চলাকালীন তাতে ভুলবার্তা যেতে পারে। সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশনে নিরিখে কী বলছে তার জন্য আমাদের ধৈর্য ধরে রাখা দরকার। রাজ্য সরকার তাদের সঙ্গে সব সময় রয়েছে।’’
advertisement
advertisement
চাকরিহারা শিক্ষকদের দাবি ছিল, রাজ্য সরকারই তাঁদের রাস্তায় নামতে বাধ্য করেছে৷ সরকার অযোগ্যদের হয়ে আদালতে সওয়াল করছে বলেও অভিযোগ করেন বিক্ষোভকারীরা৷ চাকরিহারা শিক্ষকরা বলেন, ‘আমাদের দাবি একটাই৷ যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক৷’ সরকার অযোগ্যদের পরীক্ষা নিক৷’ হাইকোর্টে সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে কেন রাজ্য সরকার অযোগ্যদের হয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করল, সেই প্রশ্নও তোলেন বিক্ষোভকারীরা৷ চাকরিহারা শিক্ষকদের নবান্ন অভিযানকে কেন্দ্র করে জি টি রোড সহ হাওড়া স্টেশনগামী বিভিন্ন রাস্তায় প্রবল যানজটেরও সৃষ্টি হয়৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
July 14, 2025 10:27 PM IST