Mamata Banerjee: বাংলা বললেই আটকে রাখছে...কড়া নির্দেশ দিলেন মমতা! ভিনরাজ্যে বাঙালি হেনস্থা প্রসঙ্গ এবার মন্ত্রিসভার বৈঠকে

Last Updated:

এদিন সেই প্রসঙ্গ ওঠে মন্ত্রিসভার বৈঠকে৷ মমতা বলেন, ‘‘ এ রাজ্যে দেড় কোটি মানুষ বসবাস করেন, যাঁরা ভিন রাজ্যের। এখানে তাঁরা নিরাপদ। এ রাজ্যের ২২ লক্ষ মানুষ অন‍্যন‍্য রাজ্যে বসবাস করলে, তাঁদের হেনস্থার শিকার কেন হতে হবে। ’’ প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী৷

News18
News18
কলকাতা: ভিন রাজ্যে বাংলা ভাষায় কথা বলা মানুষদের হেনস্থার প্রসঙ্গ উঠল মন্ত্রিসভার বৈঠকে। সূত্রের খবর, এ নিয়ে সরব হওয়ার সময় এসেছে বলেও মন্ত্রীদের উদ্দেশে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশী সন্দেহে ওড়িশা সরকার আটক করে একাধিক বাঙালি পরিযায়ী শ্রমিককে৷ এখনও সেখানে অনেকে আটকে রয়েছেন বলে খবর৷ পশ্চিমবঙ্গ সরকারের তরফে তাঁদের ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা চলছে৷
এদিন সেই প্রসঙ্গ ওঠে মন্ত্রিসভার বৈঠকে৷ মমতা বলেন, ‘‘ এ রাজ্যে দেড় কোটি মানুষ বসবাস করেন, যাঁরা ভিন রাজ্যের। এখানে তাঁরা নিরাপদ। এ রাজ্যের ২২ লক্ষ মানুষ অন‍্যন‍্য রাজ্যে বসবাস করলে, তাঁদের হেনস্থার শিকার কেন হতে হবে। ’’ প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী৷
advertisement
advertisement
এ নিয়ে সকলকে রাস্তায় নামার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। জানান, ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ নিয়ে এলাকায় এলাকায় প্রতিবাদ গড়ে তুলতে হবে৷
সম্প্রতি বাংলা ভাষা এবং বাঙালি সম্পর্কে এমনই বিতর্কিত মন্তব্য করেছেন হিমন্ত বিশ্বশর্মা৷ বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রীর এ হেন মন্তব্যের তীব্র ক্ষোভপ্রকাশ তৃণমূলের৷ ওড়িশা সহ একাধিক রাজ্যে বাংলাদেশি সন্দেহে আটক এই রাজ্যের বাসিন্দারা। এবার বাংলা ভাষা নিয়ে মন্তব্য করে বিতর্ক আরও বাড়ালেন হিমন্ত বিশ্ব শর্মা।
advertisement
‘বাংলাদেশি’ তকমা দিয়ে পশ্চিমবঙ্গের শ্রমিকদের উপর হেনস্থার ঘটনা বাড়ছে বিজেপিশাসিত রাজ্যগুলিতে। এই ইস্যুতে বড়সড় প্রতিবাদ কর্মসূচি করছে তৃণমূল। সংসদীয় অধিবেশনে এই ইস্যুতে প্রতিবাদ জানাবে তৃণমূল।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: বাংলা বললেই আটকে রাখছে...কড়া নির্দেশ দিলেন মমতা! ভিনরাজ্যে বাঙালি হেনস্থা প্রসঙ্গ এবার মন্ত্রিসভার বৈঠকে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement