Mamata Banerjee: বাংলা বললেই আটকে রাখছে...কড়া নির্দেশ দিলেন মমতা! ভিনরাজ্যে বাঙালি হেনস্থা প্রসঙ্গ এবার মন্ত্রিসভার বৈঠকে
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
এদিন সেই প্রসঙ্গ ওঠে মন্ত্রিসভার বৈঠকে৷ মমতা বলেন, ‘‘ এ রাজ্যে দেড় কোটি মানুষ বসবাস করেন, যাঁরা ভিন রাজ্যের। এখানে তাঁরা নিরাপদ। এ রাজ্যের ২২ লক্ষ মানুষ অন্যন্য রাজ্যে বসবাস করলে, তাঁদের হেনস্থার শিকার কেন হতে হবে। ’’ প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী৷
কলকাতা: ভিন রাজ্যে বাংলা ভাষায় কথা বলা মানুষদের হেনস্থার প্রসঙ্গ উঠল মন্ত্রিসভার বৈঠকে। সূত্রের খবর, এ নিয়ে সরব হওয়ার সময় এসেছে বলেও মন্ত্রীদের উদ্দেশে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশী সন্দেহে ওড়িশা সরকার আটক করে একাধিক বাঙালি পরিযায়ী শ্রমিককে৷ এখনও সেখানে অনেকে আটকে রয়েছেন বলে খবর৷ পশ্চিমবঙ্গ সরকারের তরফে তাঁদের ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা চলছে৷
এদিন সেই প্রসঙ্গ ওঠে মন্ত্রিসভার বৈঠকে৷ মমতা বলেন, ‘‘ এ রাজ্যে দেড় কোটি মানুষ বসবাস করেন, যাঁরা ভিন রাজ্যের। এখানে তাঁরা নিরাপদ। এ রাজ্যের ২২ লক্ষ মানুষ অন্যন্য রাজ্যে বসবাস করলে, তাঁদের হেনস্থার শিকার কেন হতে হবে। ’’ প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী৷
advertisement
advertisement
এ নিয়ে সকলকে রাস্তায় নামার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। জানান, ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ নিয়ে এলাকায় এলাকায় প্রতিবাদ গড়ে তুলতে হবে৷
সম্প্রতি বাংলা ভাষা এবং বাঙালি সম্পর্কে এমনই বিতর্কিত মন্তব্য করেছেন হিমন্ত বিশ্বশর্মা৷ বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রীর এ হেন মন্তব্যের তীব্র ক্ষোভপ্রকাশ তৃণমূলের৷ ওড়িশা সহ একাধিক রাজ্যে বাংলাদেশি সন্দেহে আটক এই রাজ্যের বাসিন্দারা। এবার বাংলা ভাষা নিয়ে মন্তব্য করে বিতর্ক আরও বাড়ালেন হিমন্ত বিশ্ব শর্মা।
advertisement
‘বাংলাদেশি’ তকমা দিয়ে পশ্চিমবঙ্গের শ্রমিকদের উপর হেনস্থার ঘটনা বাড়ছে বিজেপিশাসিত রাজ্যগুলিতে। এই ইস্যুতে বড়সড় প্রতিবাদ কর্মসূচি করছে তৃণমূল। সংসদীয় অধিবেশনে এই ইস্যুতে প্রতিবাদ জানাবে তৃণমূল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
July 14, 2025 8:05 PM IST