SSC Protest in Delhi: আজ থেকেই দিল্লিতে চাকরিহারা শিক্ষকশিক্ষিকারা! যন্তরমন্তরে অবস্থান, এপ্রিল-মে জুড়ে একগুচ্ছ কর্মসূচি
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
সেই অনুযায়ী, গত সোমবার দুপুরেই ধর্মতলায় ওয়াই চ্যানেল থেকে বাসে চেপে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিলেন প্রায় ৬০ জন চাকরিহারা। ইতিমধ্যেই তাঁরা পৌঁছে গিয়েছেন দিল্লি৷ আজ, বুধবার থেকে দিল্লির যন্তরমন্তরে চাকরি হারানোর প্রতিবাদে ধর্নায় বসবেন তাঁরা। দুপুর ১২টা থেকে অবস্থান শুরু।
কলকাতা: ক’দিন আগেই সুপ্রিম কোর্টের নির্দেশের পরে চাকরি হারিয়েছেন তাঁরা৷ কিন্তু, কেন আলাদা করা যাচ্ছে না ‘যোগ্য’ এবং ‘অযোগ্য’দের তালিকা সেই দাবি তুলেই নিজেদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় চাকরি পাওয়ার পরীক্ষার্থীদের একাংশ৷ দাবি জানাচ্ছেন, যাঁরা ‘যোগ্য’ তাঁদের অন্তত ফিরিয়ে দেওয়া হোক চাকরি৷ চাকরি ফিরে পাওয়ার আন্দোলনকে তাই এবার পশ্চিমবঙ্গ ছাড়িয়ে রাজধানী দিল্লিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন তাঁরা৷
চাকরিহারা সংগঠন ‘যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী ২০১৬ ঐক্যমঞ্চ’ রবিবার জানিয়েছিল, সোমবার তাঁদের সদস্যেরা বাসে করে দিল্লির উদ্দেশে রওনা দেবেন৷ যাওয়ার পথে যে সমস্ত রাজ্য পড়বে, সেখানেই তাঁদের দুর্দশার কথা জানিয়ে লিফলেট বিলি করবেন তাঁরা৷
সেই অনুযায়ী, গত সোমবার দুপুরেই ধর্মতলায় ওয়াই চ্যানেল থেকে বাসে চেপে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিলেন প্রায় ৬০ জন চাকরিহারা। ইতিমধ্যেই তাঁরা পৌঁছে গিয়েছেন দিল্লি৷ আজ, বুধবার থেকে দিল্লির যন্তরমন্তরে চাকরি হারানোর প্রতিবাদে ধর্নায় বসবেন তাঁরা। দুপুর ১২টা থেকে অবস্থান শুরু।
advertisement
advertisement
আরও পড়ুন: বন্ধ ইন্টারনেট, এটিএম খালি! হাতে টাকা না থাকায় নাজেহাল ধুলিয়ানের মানুষ, মুর্শিদাবাদে জারি ১৬৩ ধারা
আগামিকাল, অর্থাৎ, ১৭ এপ্রিল চাকরিহারাদের একাংশ ওয়াই চ্যানেল থেকে সরকারি কর্মীদের ব্যাজ প্রদান করবেন। সেই ব্যাজ পরে তাঁদের কর্মস্থলে কাজ করার অনুরোধ করবেন। আন্দোলনকারীরা নিজেরাও সেই ব্যাজ পরে আন্দোলন করবেন।
২২ এপ্রিল, রাজভবন অভিযান। দুপুর ১২টা নাগাদ মিছিল হবে শিয়ালদহ থেকে। রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে তাঁরা রাজ্যপালের দ্বারস্থ হবেন।
advertisement
২৩ ও ২৮ এপ্রিল, রাস্তায় রাস্তায় পথসভা করবেন চাকরিহারারা।
১ থেকে ৭ মে, ওয়াই চ্যানেলে চাকরিহারারা রিলে অনশন করবেন।
শুধু তাই নয়, এই একগুচ্ছ কর্মসূচির পরেও যদি কোনও ইতিবাচক প্রতিক্রিয়া না আসে, তাহলে আমরণ অনশনে বসবেন বলেও জানানো হয়েছে মঞ্চের তরফে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
West Bengal
First Published :
April 16, 2025 10:27 AM IST