মুখেই শুধু 'বেটি বাঁচাও বেটি পড়াও', উত্তরপ্রদেশে মহিলাদের অবস্থা কেমন? এসএসসি পরীক্ষা দিতে এসে বিস্ফোরক বারাণসীর মহিলা
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
- Written by:Priti Saha
Last Updated:
এসএসসি পরীক্ষার প্রথম ভাগে নবম-দশম শিক্ষক নিয়োগ পরীক্ষায় দেখা গিয়েছিল ভিনরাজ্য থেকে একাধিক পরীক্ষার্থী পশ্চিমবঙ্গে পরীক্ষা দিতে এসেছেন। এসএসসির দ্বিতীয় এবং শেষ পর্যায়ে অর্থাৎ একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগ পরীক্ষাতেও দেখা গেল একই চিত্র। বিহার, উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্য থেকে পরীক্ষার্থীরা এসেছেন পরীক্ষা দিতে।
কলকাতা: এসএসসি পরীক্ষার প্রথম ভাগে নবম-দশম শিক্ষক নিয়োগ পরীক্ষায় দেখা গিয়েছিল ভিনরাজ্য থেকে একাধিক পরীক্ষার্থী পশ্চিমবঙ্গে পরীক্ষা দিতে এসেছেন। এসএসসির দ্বিতীয় এবং শেষ পর্যায়ে অর্থাৎ একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগ পরীক্ষাতেও দেখা গেল একই চিত্র। বিহার, উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্য থেকে পরীক্ষার্থীরা এসেছেন পরীক্ষা দিতে।
এমনই এক মহিলা পরীক্ষার্থী বলেন, “কোনও রাজ্যে চাকরির শূন্যপদ নেই, আমি বারাণসী থেকে এসেছি। মহিলা হয়েও এতদূরে পরীক্ষা দিতে এসেছি। আমি পড়াশুনা করেছি তাই সেই সুযোগের ব্যবহার করব। বাংলায় নিয়োগ বেরিয়েছে তাই আমি এসেছি।”
এরপরেই তিনি উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। এই প্রসঙ্গে তিনি বলেন, “শিক্ষাক্ষেত্রে উত্তরপ্রদেশ সরকার ঠিকমতো মনোযোগ দিচ্ছে না। এই জন্যই ছাত্রদের এদিক ওদিক ঘুরে বেড়াতে হচ্ছে। বেটি বাঁচাও বেটি পড়াও বলা হলেও ওই রাজ্যে মেয়েদের খুব কষ্ট করতে হচ্ছে।” চাকরির জন্য কিছুই নেই ওই রাজ্যে বলে দাবি করেন ওই মহিলা পরীক্ষার্থী। “
advertisement
advertisement
আরও পড়ুন: পেশিবহুল হাত, ঘামে ভেজা শরীর! অভিষেকই তো? সমাজমাধ্যমে ঝড় তুলল মিরর সেলফি
প্রসঙ্গত, আজ এসএসসি-র একাদশ দ্বাদশের পরীক্ষা। শূন্যপদ ১২ হাজার ৫১৪। পরীক্ষার্থীর সংখ্যা ২ লক্ষ ৪৬ হাজার ৫০০। এই রবিবার কলকাতার পরীক্ষা কেন্দ্রগুলির জন্য ১১ টি রুটে প্রশ্নপত্র নিয়ে ছুটবে ১১ টি গাড়ি। কলকাতার পুলিশের ২ জন, আধিকারিক ২ জন ও ২ জন কর্মী সহ একজন গাড়ির চালক। মোট সাতজনের টিম একটি গাড়িতে থাকবে। মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ৪৭৮ টি।
advertisement
মেগা রবিবার এসএসসি এবং রাজ্য প্রশাসনের কাছে। গত রবিবারের মতোই আজকেও এসএসসি পরীক্ষা। রাজ্যজুড়ে রয়েছে ৪৭৮ টি পরীক্ষা কেন্দ্র। একাদশ দ্বাদশের ক্ষেত্রেও ভিন রাজ্য থেকে পরীক্ষার্থীরা আসতে শুরু করেছেন। ১০ থেকে রিপোর্টিং টাইম। ১১:৪৫ পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের গেট খোলা থাকবে। পরীক্ষা শুরু ১২ থেকে। চলবে দুপুর দেড়টা পর্যন্ত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 14, 2025 12:25 PM IST