Abhishek Banerjee New Look: পেশিবহুল হাত, ঘামে ভেজা শরীর! অভিষেকই তো? সমাজমাধ্যমে ঝড় তুলল মিরর সেলফি

Last Updated:

সাংসদের ইনস্টা স্টোরিতে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, তাঁর পরনে জিম ভেস্ট ও শর্টস। দু'হাতে জিম গ্লাভসের ফাঁকে ধরা রয়েছে আই-ফোন।

সমাজমাধ্যমে এই ছবি পোস্ট করেছেন অভিষেক নিজেই৷
সমাজমাধ্যমে এই ছবি পোস্ট করেছেন অভিষেক নিজেই৷
পেশিবহুল দুই হাত৷ ঘামে ভেজা শরীর বুঝিয়ে দিচ্ছে জিমে শরীর চর্চায় ব্যস্ত তিনি৷ এক ঝলকে দেখলে সাধারণত ধোপ দুরস্ত শার্ট, প্যান্টে পরিহিত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে তাঁকে মেলানো মুশকিল৷ স্বভাবই শনিবার বার বেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইনস্টাগ্রাম স্টোরিজে পোস্ট করা নিজস্বী সমাজমাধ্যমে ভাইরাল হতে সময় লাগেনি৷
সাংসদের ইনস্টা স্টোরিতে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, তাঁর পরনে জিম ভেস্ট ও শর্টস। দু’হাতে জিম গ্লাভসের ফাঁকে ধরা রয়েছে আই-ফোন। তুলেছেন একটি মিরর-সেলফি।
advertisement
এই সেলফি দেখে অনেকেই প্রথমে তা আসল কি না, তা নিয়েই সংশয় প্রকাশ করেন৷ কারণ সম্ভবত এই প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমন কোনও ছবি প্রকাশ্যে এল৷ যা আবার সমাজমাধ্যমে পোস্ট করলেন তিনি নিজেই৷ স্বভাবতই পুজোর আগে অভিষেকের এই নতুন লুক নিয়ে শুরু হয়েছে চর্চা৷
advertisement
সমাজমাধ্যমে অভিষেকের এমন ছবি দেখে অনেকে চমকে উঠলেও তাঁর ঘনিষ্ঠ মহলে যাঁরা থাকেন, তাঁরা অবশ্য অবাক নন৷ কারণ অভিষেক বরাবরই খুব শরীর সচেতন৷ নিয়মিত শরীর চর্চাও করেন৷ খাওয়া দাওয়ার বিষয়েও বরাবরই খুবই সংযমী এবং সতর্ক তিনি৷ এমন কি, কলকাতা পুলিশের হাফ ম্যারাথনেও দৌড়তে দেখা গিয়েছে তাঁকে৷
মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই জাতীয় স্তরে তৃণমূলের প্রধান মুখ হয়ে উঠেছেন অভিষেক৷ এ রাজ্য তো বটেই, দেশের তরুণ রাজনীতিবিদদের মধ্যে অন্যতম চর্চিত চরিত্র তিনি৷ অপারেশন সিঁদুরের পর বিদেশের মাটিতে ভারতের প্রতিনিধি দলের সদস্য ছিলেন অভিষেক৷ ইংরেজি এবং হিন্দিতে সাবলীল হওয়ায় জাতীয় রাজনীতিতে অভিষেকের গ্রহণযোগ্যতা আরও বেড়েছে৷ রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, তরুণ প্রজন্মের মধ্যে নিজের গ্রহণযোগ্যতা আরও বাড়াতে সচেতন ভাবেই শরীরচর্চার ফাঁকে নিজের এই পেশিবহুল ছবি প্রকাশ্যে আনলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ৷ অভিষেকের অনুগামীরা অবশ্য অনেকেই বলছেন, পুজোর আগে এটাই তাঁর নতুন লুক৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee New Look: পেশিবহুল হাত, ঘামে ভেজা শরীর! অভিষেকই তো? সমাজমাধ্যমে ঝড় তুলল মিরর সেলফি
Next Article
advertisement
Nipah Virus Scare: নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
  • নিপা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য নিজেদের প্রস্তুত রাখছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। ইতিমধ্যেই নিপা ভাইরাসের উপসর্গ রয়েছে এমন একজন রোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে। এরপর আরও রোগী এলে তাঁদের চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরি রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর মিলেছে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement