Abhishek Banerjee New Look: পেশিবহুল হাত, ঘামে ভেজা শরীর! অভিষেকই তো? সমাজমাধ্যমে ঝড় তুলল মিরর সেলফি

Last Updated:

সাংসদের ইনস্টা স্টোরিতে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, তাঁর পরনে জিম ভেস্ট ও শর্টস। দু'হাতে জিম গ্লাভসের ফাঁকে ধরা রয়েছে আই-ফোন।

সমাজমাধ্যমে এই ছবি পোস্ট করেছেন অভিষেক নিজেই৷
সমাজমাধ্যমে এই ছবি পোস্ট করেছেন অভিষেক নিজেই৷
পেশিবহুল দুই হাত৷ ঘামে ভেজা শরীর বুঝিয়ে দিচ্ছে জিমে শরীর চর্চায় ব্যস্ত তিনি৷ এক ঝলকে দেখলে সাধারণত ধোপ দুরস্ত শার্ট, প্যান্টে পরিহিত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে তাঁকে মেলানো মুশকিল৷ স্বভাবই শনিবার বার বেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইনস্টাগ্রাম স্টোরিজে পোস্ট করা নিজস্বী সমাজমাধ্যমে ভাইরাল হতে সময় লাগেনি৷
সাংসদের ইনস্টা স্টোরিতে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, তাঁর পরনে জিম ভেস্ট ও শর্টস। দু’হাতে জিম গ্লাভসের ফাঁকে ধরা রয়েছে আই-ফোন। তুলেছেন একটি মিরর-সেলফি।
advertisement
এই সেলফি দেখে অনেকেই প্রথমে তা আসল কি না, তা নিয়েই সংশয় প্রকাশ করেন৷ কারণ সম্ভবত এই প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমন কোনও ছবি প্রকাশ্যে এল৷ যা আবার সমাজমাধ্যমে পোস্ট করলেন তিনি নিজেই৷ স্বভাবতই পুজোর আগে অভিষেকের এই নতুন লুক নিয়ে শুরু হয়েছে চর্চা৷
advertisement
সমাজমাধ্যমে অভিষেকের এমন ছবি দেখে অনেকে চমকে উঠলেও তাঁর ঘনিষ্ঠ মহলে যাঁরা থাকেন, তাঁরা অবশ্য অবাক নন৷ কারণ অভিষেক বরাবরই খুব শরীর সচেতন৷ নিয়মিত শরীর চর্চাও করেন৷ খাওয়া দাওয়ার বিষয়েও বরাবরই খুবই সংযমী এবং সতর্ক তিনি৷ এমন কি, কলকাতা পুলিশের হাফ ম্যারাথনেও দৌড়তে দেখা গিয়েছে তাঁকে৷
মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই জাতীয় স্তরে তৃণমূলের প্রধান মুখ হয়ে উঠেছেন অভিষেক৷ এ রাজ্য তো বটেই, দেশের তরুণ রাজনীতিবিদদের মধ্যে অন্যতম চর্চিত চরিত্র তিনি৷ অপারেশন সিঁদুরের পর বিদেশের মাটিতে ভারতের প্রতিনিধি দলের সদস্য ছিলেন অভিষেক৷ ইংরেজি এবং হিন্দিতে সাবলীল হওয়ায় জাতীয় রাজনীতিতে অভিষেকের গ্রহণযোগ্যতা আরও বেড়েছে৷ রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, তরুণ প্রজন্মের মধ্যে নিজের গ্রহণযোগ্যতা আরও বাড়াতে সচেতন ভাবেই শরীরচর্চার ফাঁকে নিজের এই পেশিবহুল ছবি প্রকাশ্যে আনলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ৷ অভিষেকের অনুগামীরা অবশ্য অনেকেই বলছেন, পুজোর আগে এটাই তাঁর নতুন লুক৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee New Look: পেশিবহুল হাত, ঘামে ভেজা শরীর! অভিষেকই তো? সমাজমাধ্যমে ঝড় তুলল মিরর সেলফি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement