SSC Grp D: সুপ্রিম কোর্টের নির্দেশ! থমকে গেল প্রক্রিয়া, গ্রুপ D-এর শূন্যপদে এখনই নয় নিয়োগ
- Published by:Satabdi Adhikary
Last Updated:
ফাঁকা পড়ে থাকা শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। গ্রুপ ডি মামলায় সিবিআই-কে পক্ষ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালতের বিচারপতি হৃষীকেশ রায় ও বিচারপতি সঞ্জয় করলোর বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি এপ্রিলের প্রথম সপ্তাহের প্রথম সোমবার। মামলাকারীদের পক্ষে আইনজীবী কপিল সিব্বল।
নয়াদিল্লি: চাকরি বাতিল হওয়া গ্রুপ ডি-এর ১ হাজার ৯১১ প্রার্থীর শূন্যপদে এখনই নিয়োগ নয়। বৃহস্পতিবার তা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ফাঁকা পড়ে থাকা শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। পাশাপাশি, গ্রুপ ডি মামলায় সিবিআই-কে পার্টি করারও নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ আদালতের বিচারপতি হৃষীকেশ রায় ও বিচারপতি সঞ্জয় করলোর বেঞ্চের তরফে। মামলার পরবর্তী শুনানি এপ্রিলের প্রথম সপ্তাহের প্রথম সোমবার।
এদিন মামলাকারীদের পক্ষে আইনজীবী কপিল সিব্বল বলেন, "নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে। সিবিআই তদন্ত করেছে। আদালত রায় দিয়েছে। কিন্তু আমাদের বক্তব্য শোনা হয়নি।" তাঁর দাবি, শুনানি শুরু হতে না হতেই চাকরি বাতিল করা হয়েছে। চাকরিপ্রাপকদের বক্তব্য শোনা হয়নি। যে ওএমআর সিটের ভিত্তিতে চাকরি বাতিল করা হয়েছে, তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। এছাড়াও, শুধু চাকরি বাতিল নয়, তড়িঘড়ি চাকরি বাতিলের ফলে তৈরি হওয়া শূন্য পদে নিয়োগের নির্দেশও দিয়েছে আদালত। বৃহস্পতিবারই ওই শূন্যপদে নিয়োগের জন্য কাউন্সেলিং করা হচ্ছে। এরপরেই আদালতে সিব্বলের আর্জি, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অন্তত, ওই নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখা হোক। এদিকে, কপিল সিব্বলের পাল্টা আইনজীবী মুকুল রোহতগি সওয়াল করেন, "কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এর আগেও এমন রায় দিয়েছে।"
advertisement
advertisement
আরও পড়ুন: এত দিন ভুল জানতেন, কাগজ দিয়ে নয়! এই জিনিস দিয়ে তৈরি হয় টাকার নোট...
অন্যদিকে, কলকাতা হাইকোর্টে মামলাকারীদের পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, "শুধু সিঙ্গেল বেঞ্চ নয়, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও চাকরি খারিজের নির্দেশ বহাল রেখেছে।" তাঁর সওয়াল, আদালতের নির্দেশে সিবিআই তদন্ত করেছে। সেই তদন্তের রিপোর্ট আদালতের সামনে পেশ করা জরুরি। তাছাড়া, এই মামলায় সিবিআই-কে পক্ষ করা হয়নি। তাঁর অনুরোধ, সিবিআই-কেও এই মামলায় পক্ষ করা হোক, তাতে তাঁরাও এই বিষয়ে তাঁদের বক্তব্য আদালতে জানাতে পারবেন।
advertisement
স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পদে নিয়োগে একাধিক অসঙ্গতি ও দুর্নীতির অভিযোগ উঠেছে অনেক আগে থেকেই। ওএমআর শিট কারচুপি মামলায় গ্রুপ ডি পদে চাকরি গিয়েছে ১ হাজার ৯১১ জন চাকরিপ্রার্থীর। সেই ১,৯১১ জনের জায়গায় ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের মধ্যে থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে কমিশন। সেই নিয়োগেই স্থগিতাদেশ পড়ল বৃহস্পতিবার।
advertisement
RAJIB CHAKRABORTY
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
March 03, 2023 5:04 PM IST