আজই SSC গ্রুপ সি নিয়োগের ফলপ্রকাশ

Last Updated:

আজ এসএসসি গ্রুপ সি নিয়োগের ফলপ্রকাশ ৷ সন্ধের পর স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে দেখা যাবে ফল ৷

#কলকাতা: আজ এসএসসি গ্রুপ সি নিয়োগের ফলপ্রকাশ ৷ সন্ধের পর স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে দেখা যাবে ফল ৷ শূন্যপদ ছিল ২০০০-এর বেশি ৷ পরীক্ষা দেন প্রায় ১২ লক্ষেরও বেশি ৷
স্কুল সার্ভিস কমিশনের সরকারি ওয়েবসাইট- www.westbengalssc.com-এ  গিয়ে রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা ৷  গ্রুপ সি অর্থাৎ ক্লার্কের জন্য পরীক্ষা হয় ৫ মার্চে ৷  পরীক্ষার জন্য নির্ধারিত সময়  ছিলএক ঘণ্টা ৷ তবে এবারের পরীক্ষার ধাঁচ ও সিলেবাসে কিছু পরিবর্তন করা হয়েছে ৷
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিশন নির্ধারিত পাঁচটি অঞ্চল বা রিজিয়ানের ক্লার্ক ডিভিশনের ১,৭০৭টি শূন্য পদে কর্মী নিয়োগ করবে SSC ৷
advertisement
advertisement
পরীক্ষার্থীরা একই সাথে একাধিক পদে আবেদন করতে পারার সুবিধা ছিল ৷ তাই যাতে পরীক্ষার্থীদের কোনও অসুবিধা না হয় তার জন্য ক্লার্ক ও গ্রুপ ডি পদে আলাদা দিনে পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছে কমিশন ৷
কমিশন সূত্রে খবর, মাত্র  গ্রুপ সি ও ডি মিলিয়ে ৪, ৯২৩টি শূন্য পদে আবেদনকারীর সংখ্যা প্রায় ১২ লাখ ছাড়িয়েছে ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
আজই SSC গ্রুপ সি নিয়োগের ফলপ্রকাশ
Next Article
advertisement
Kolkata Water Logging Update: মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
  • দুপুরের পর থেকে কমে এসেছিল বৃষ্টি৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছিল কলকাতা পুরসভাও৷ শেষ পর্যন্ত রাতের মধ্যেই শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা থেকে জল সম্পূর্ণ সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করল কলকাতা পুরসভা৷ মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত যে রাস্তাগুলি থেকে জল নেমেছে, সেই রাস্তাগুলির একটি তালিকাও প্রকাশ করে পুর কর্তৃপক্ষ৷

VIEW MORE
advertisement
advertisement