১৮ নভেম্বর থেকে শুরু SSC-র ভেরিফিকেশন প্রক্রিয়া! প্রথম দিন সাতশোর বেশি পরীক্ষার্থীকে ডাক

Last Updated:

SSC Verification: গত শনিবার স্কুল সার্ভিস কমিশন ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করেছে। মোট ২০ হাজার ৫০০ জনেরও বেশি প্রার্থীকে ডাকা হয়েছে ইন্টারভিউ প্রক্রিয়ার জন্য একাদশ - দ্বাদশের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে।

১৮ নভেম্বর থেকে শুরু এসএসসির ভেরিফিকেশন প্রক্রিয়া, প্রথম দিন ৭০০-রও বেশি পরীক্ষার্থীকে ডাক ভেরিফিকেশনের জন্য।
১৮ নভেম্বর থেকে শুরু এসএসসির ভেরিফিকেশন প্রক্রিয়া, প্রথম দিন ৭০০-রও বেশি পরীক্ষার্থীকে ডাক ভেরিফিকেশনের জন্য।
বাংলা বিষয় দিয়ে শুরু এসএসসির নথি যাচাই, ডাকা হচ্ছে সাতশোরও বেশি প্রার্থীকে। ১৮ নভেম্বর থেকে শুরু  হতে চলেছে নথি যাচাই এর প্রক্রিয়া। যা চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। এসএসসির সূত্রে খবর, প্রতিদিন গড়ে ১০০০ থেকে ১৫০০ চাকরিপ্রার্থীকে বিভিন্ন বিষয়ে জন্য ডাকা হবে। ভেরিফিকেশন পদ্ধতি সুষ্ঠু এবং দ্রুত করার জন্য একাধিক টেবিলের ব্যবস্থা রাখছে স্কুল সার্ভিস কমিশন। সূত্রের খবর প্রায় ১৫ টি টেবিল রাখা হচ্ছে পুর‌ও প্রক্রিয়ার জন্য। সকাল ৯.৩০থেকে শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়া। প্রত্যেকটি টেবিলের ১০০ জন করে প্রার্থীর নথি যাচাই করা হবে।
নথি যাচাইয়ের জন্য প্রার্থীদের কোন কোন নথি নিয়ে যেতে হবে তা সোমবার বিজ্ঞপ্তি দিয়ে জানায় স্কুল সার্ভিস কমিশন। সেখানে বলা হয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম এবং ই-ইনফরমেশন শিট। যেখানে রোল নম্বর আইডি লেখা আছে তা সঙ্গে রাখতে হবে। সচিত্র পরিচয়পত্র— আধার, প্যান, পাসপোর্ট এবং জাতিগত শংসাপত্র। বিশেষ ভাবে সক্ষম বা অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণির প্রার্থীদের প্রয়োজনীয় কাগজ সঙ্গে রাখতে হবে এবং প্রত্যেকটি বৈধ কাগজের স্বাক্ষর তারিখ ২১ জুলাই ২০২৫-এর আগের হতে হবে।
advertisement
advertisement
এ ছাড়া স্নাতকোত্তরের শংসাপত্র ও মার্কশিট অরিজিনাল রাখতে হবে প্রার্থীদের। টেট পাস সার্টিফিকেট এবং কোথা থেকে এই শিক্ষক শিক্ষণের যাবতীয় নথিও আনতে হবে সঙ্গে। শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা থাকলে সে সব প্রতিষ্ঠানের তরফে দেওয়া চিঠি সঙ্গে রাখতে হবে।সমস্ত নথির আসল স্ব-প্রত্যয়িত প্রতিলিপিও সঙ্গে রাখতে হবে।১৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে এই নথি যাচাইয়ের কাজ।প্রথম দিন ডাকা হচ্ছে বাংলা বিষয়ের জন্য তালিকাভূক্ত চাকরিপ্রার্থীদের।
advertisement
প্রায় ৭১০ জনের কাছাকাছি চাকরিপ্রার্থীকে প্রথম দিন ডাকা হচ্ছে। শিক্ষক নিয়োগে মোট শূন্যপদ ৩৫ হাজার ৭২৬ জন। তার মধ্যে উচ্চ মাধ্যমিক স্তরে শূন্য পদের সংখ্যা ১২ হাজার ৫১৪। একাদশ-দ্বাদশ শ্রেণিতে আবেদন করেছিলেন দু’লক্ষ ৪৬ হাজার ৫৪৩ জন। তাঁদের মধ্যে ৩,১২০ জন বিশেষ ভাবে সক্ষম‌। পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ২৯ হাজার ৬০৬ জন। ইন্টারভিউতে জায়গা করে নিয়েছে প্রায় কুড়ি হাজার ৫০০।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
১৮ নভেম্বর থেকে শুরু SSC-র ভেরিফিকেশন প্রক্রিয়া! প্রথম দিন সাতশোর বেশি পরীক্ষার্থীকে ডাক
Next Article
advertisement
Saudi Arabia Bus Accident: মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, সৌদি আরবে মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ অনেকে
মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ বহু
  • সৌদি আরবের মদিনায় ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • অন্তত ৪২ জন ভারতীয়ের মৃত্যুর আশঙ্কা৷

  • মক্কা থেকে মদিনা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তীর্থযাত্রীরা৷

VIEW MORE
advertisement
advertisement