SSC Case: চাকরি বাতিল হওয়া শিক্ষক-শিক্ষাকর্মীদের পুরনো চাকরির নিয়োগপত্র দেওয়া হচ্ছে, কিন্তু নতুন পোস্টিংয়ে অসুবিধায় অনেকেই

Last Updated:

SSC Case: এমনই এক চাকরিপ্রার্থী মানু পাল আগে চাকরি করতেন ইলেভেন-টুয়েলভ-এ। এখন নবম-দশমে ফিরলেন৷ তবে পূর্বে যেখানে চাকরি করতেন সেই স্কুল পাননি।

দেওয়া হচ্ছে নিয়োগপত্র
দেওয়া হচ্ছে নিয়োগপত্র
কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হওয়া শিক্ষকশিক্ষিকা, শিক্ষাকর্মীদের পুরনো চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে রাজ্য। একসঙ্গে প্রায় ৪২০০ শিক্ষক-শিক্ষিকাকে পুরনো চাকরিতে ফেরানো হচ্ছে। সেই মতো বুধবারও মধ্যশিক্ষা পর্ষদের তরফে পূর্বের চাকরির নিয়োগপত্র দেওয়া হচ্ছে
advertisement
এমনই এক চাকরিপ্রার্থী মানু পাল আগে চাকরি করতেন ইলেভেনটুয়েলভ-এ। এখন নবম-দশমে ফিরলেনতবে পূর্বে যেখানে চাকরি করতেন সেই স্কুল পাননিমালদ জেলার পাশের একটি স্কুলে পেয়েছেনআবার অনুরমা চক্রবর্তী ২০১৬-এর নবম-দশমে চাকরি করতেন। আগে চাকরি করতেন ক্যানিং-এ। এখন দেওয়া হয়েছে মালদতে। এখন কী করবেন উনি জানেন না!
advertisement
advertisement
এদিকে, অলোক সর্দার নামে এক চাকরিপ্রার্থী পূর্বে যেখানে চাকরি করতেন, তার থেকে অনেক দূরে দেওয়া হল পোস্টিংচিন্তায় পড়েছেন তিনি৷ তপোময় মাইতির ক্ষেত্রেও অনেকটা দূরে পোস্টিং েওয়া হয়েছে কী যে করবেন, ভেবে পাচ্ছেন না।
advertisement
জানা গিয়েছে, ২০১৬-র শিক্ষক নিয়োগে যাঁরা সরকারি চাকরি ছেড়ে এসেছিলেন, তাঁদের বেশির ভাগই এসেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে। আবার অনেকে স্কুল শিক্ষকতা চাকরি ছেড়ে সুবিধাজনক পোস্টিংয়ের আশায় শিক্ষক নিয়োগের পরীক্ষা দিয়েছিলেন সেই বছর। এই তালিকায় রয়েছেন তাঁরাও। পুরনো চাকরিতে ফিরিয়ে নেওয়া হচ্ছে তাঁদেরও।
advertisement
তবে এই তালিকায় সব থেকে বেশি নাম রয়েছে প্রাথমিক শিক্ষকদের। জানা গিয়েছে, নির্দিষ্ট তালিকা দফতরে পৌঁছনোর পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগামী সপ্তাহ থেকেই নিয়োগপত্র দিতে শুরু করবেন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC Case: চাকরি বাতিল হওয়া শিক্ষক-শিক্ষাকর্মীদের পুরনো চাকরির নিয়োগপত্র দেওয়া হচ্ছে, কিন্তু নতুন পোস্টিংয়ে অসুবিধায় অনেকেই
Next Article
advertisement
EXCLUSIVE: লাল কেল্লা বিস্ফোরণের ষড়যন্ত্র কীভাবে রচিত হয়েছিল, সন্ত্রাস ও বিশ্বাসঘাতকতার গল্প
লাল কেল্লা বিস্ফোরণের ষড়যন্ত্র কীভাবে রচিত হয়েছিল, সন্ত্রাস ও বিশ্বাসঘাতকতার গল্প
  • লাল কেল্লা বিস্ফোরণের ষড়যন্ত্র কীভাবে রচিত হয়েছিল

  • সন্ত্রাস ও বিশ্বাসঘাতকতার গল্প

  • এক্সক্লুসিভ রিপোর্ট

VIEW MORE
advertisement
advertisement