Recruitment: এখনই নিয়োগ নয়! ১৬০০ অতিরিক্ত শূন্যপদের নিয়োগে বহাল রইল স্থগিতাদেশ, কী নির্দেশ দিল আদালত?

Last Updated:

Recruitment: শারীরশিক্ষা কর্মশিক্ষায় অতিরিক্ত শূন্যপদে নিয়োগে বহাল রইল স্থগিতাদেশ।

এখনই নিয়োগ নয়! ১৬০০ অতিরিক্ত শূন্যপদের নিয়োগে বহাল রইল স্থগিতাদেশ, কী নির্দেশ দিল আদালত?
এখনই নিয়োগ নয়! ১৬০০ অতিরিক্ত শূন্যপদের নিয়োগে বহাল রইল স্থগিতাদেশ, কী নির্দেশ দিল আদালত?
কলকাতা: শারীরশিক্ষা কর্মশিক্ষায় অতিরিক্ত শূন্যপদে নিয়োগে বহাল রইল স্থগিতাদেশ। এখনই নিয়োগ নয়, জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ। ঝুলেই রইল ১৬০০ অতিরিক্ত শূন্যপদের নিয়োগ। বিচারপতি বিশ্বজিৎ বসু এই স্থগিতাদেশ দিলেন। একক বেঞ্চের মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে বলেই আদালতের নির্দেশ।
উচ্চ প্রাথমিকে শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষা বিষয়ে ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ দিতে চেয়ে অতিরিক্ত শূন্য পদ তৈরি করে রাজ্য। ২০২২ সালের নভেম্বর মাসে সুপার নিউমেরি পদ তৈরির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। ফেব্রুয়ারিতে ২০২৩ থেকে সেই স্থগিতাদেশ মেয়াদ আর বাড়ায়নি বিচারপতি বসু।
advertisement
advertisement
সম্প্রতি ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপার নিউমেরি পদ নিয়ে রাজ্যের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। গত মাসে সেই নির্দেশকে দেখিয়ে হাইকোর্টে রাজ্য আবেদন করে। তাদের বক্তব্য, উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় সুপার নিউমেরি পদে নিয়োগের অনুমতি দিক আদালত। ওই বিষয়ে যে অন্তর্বর্তী স্থগিতাদেশ রয়েছে তা প্রত্যাহার করা হোক।
আরও পড়ুন: ছবিতেই লুকানো বড় সূত্র! সবচেয়ে বড় ক্লু দিয়ে দিয়েছিলেন জ্যোতি নিজেই! ভয়ঙ্কর কী ষড়যন্ত্র হয়েছিলেন জানেন?
তবে এই নিয়োগে শুরু থেকেই স্থগিতাদেশ দেয় আদালত। এ সম্পর্কে বিচারপতি বসু আগেই জানিয়েছিলেন, রাজ্য নিজেই বলছে অন্তর্বর্তী নির্দেশের মেয়াদ শেষ হয়েছে গিয়েছে। আবার নিজেরাই স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করেছে। রাজ্যের আবেদনের যৌক্তিকতা কী রয়েছে? তাদের কোন বক্তব্যকে আদালত প্রাধান্য দেবে?
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Recruitment: এখনই নিয়োগ নয়! ১৬০০ অতিরিক্ত শূন্যপদের নিয়োগে বহাল রইল স্থগিতাদেশ, কী নির্দেশ দিল আদালত?
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement