KMC || মানসিক স্বাস্থ্যে নজর দিতে কলকাতা পুরসভার বিশেষ উদ্যোগ

Last Updated:

KMC || কলকাতা পুরসভার ডেপুটি মেয়র এবং মেয়র পারিষদ স্বাস্থ্য অতীন ঘোষ বলেন, চিকিৎসকদের পরে নার্স ও স্বাস্থ্য কর্মীদের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

ভিন রাজ্য থেকে স্বাস্থ্য প্রশিক্ষণের প্রযুক্তি শিখতে কলকাতায় আধিকারিকরা। নার্স ও স্বাস্থ্যকর্মীদেরও দেওয়া হবে মানসিক স্বাস্থ্যের প্রশিক্ষণ। ডিজিটাল হাব তৈরি করে স্বাস্থ্য প্রশিক্ষণের নতুন দিশা দেখাবে কলকাতা পুরসভা। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ইকো ইন্ডিয়ার সঙ্গে কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে কলকাতা পুরসভা সংলগ্ন ছ নম্বর বরোতে তৈরি হবে হাব৷ প্রতিটি বরোর সঙ্গে যুক্ত হবে কলকাতা পুরসভার প্রধান কার্যালয়। ডিজিটাল পদ্ধতিতে কর্মীদের বিভিন্ন রকম প্রশিক্ষণ দেওয়া হবে।
কীভাবে এই প্রশিক্ষণ দেওয়া হবে তা খতিয়ে দেখতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে আলোচনা চক্রের আয়োজন করাহয়৷ উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা অসমের ৪০ জন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এদিন কলকাতার বেসরকারি হোটেলে উপস্থিত হন। সেখানে কলকাতা পুরসভার স্বাস্থ্য অধিকারিকেরা যেমন ছিলেন, তেমনি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ইকো ইন্ডিয়ার চিফ অপারেটিং অফিসার সুরজিৎ চট্টরাজ ও ডাক্তার সন্দীপ ভাল্লা-সহ অন্য আধিকারিকেরাও ছিলেন।
advertisement
আরও পড়ুন: চলে গেলেন 'এক টাকার ডাক্তার', সুশোভনবাবুর জীবনের অজানা ৬ কাহিনি জানলে চমকে উঠবেন
করোনার সময় থেকে মানসিক রোগ গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে উঠেছে। গোটা বিশ্বে দ্বিতীয় স্থানে মানসিক রোগে আক্রান্তের সংখ্যা। সাধারণ মানুষের মানসিক স্বাস্থ্যের হাল ভাল রাখতে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ যৌথ ভাবে কাজ করে চলেছে। ইতিমধ্যে চিকিৎসকদের মানসিক স্বাস্থ্য সম্পর্কিত প্রশিক্ষণ দিয়ে শুরু হয়েছে।  আলোচনা সভার শেষে কলকাতা পুরসভার সেমিনার হলে এক সাংবাদিক সম্মেলনে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র এবং মেয়র পারিষদ স্বাস্থ্য অতীন ঘোষ জানান, চিকিৎসকদের পরে নার্স ও স্বাস্থ্য কর্মীদের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে ।
advertisement
advertisement
আরও পড়ুন: এজেন্সির নাম করে টাকা লুঠ! বিস্ফোরক অভিযোগ মমতার, মনে পড়ছে ব্রিটিশ অত্যাচার
মনের আলো এই নামের একটি প্রশিক্ষণ ইতিমধ্যেই কলকাতা পুরসভার  চিকিৎসকেরা পেয়েছেন। ফলে মানসিক রোগের চিকিৎসার ক্ষেত্রে আরও দক্ষ হয়ে উঠেছেন তাঁরা। অধিকাংশ ক্ষেত্রে সংশ্লিষ্ট রোগী জানেন না বা বুঝতে পারেন না যে তিনি মানসিক রোগে আক্রান্ত। নাগরিকদের বাড়ি বাড়ি পাঠানো হবে এএনএম, জিএনএম নার্সদের। পাঠানো হবে সাম্মানিক স্বাস্থ্যকর্মীদেরও। তাঁরা কথা বলবেন, তথ্য সংগ্রহ করবেন, বুঝবেন ওই নাগরিকের মানসিক স্বাস্থ্যের প্রাথমিক অবস্থা। আর রোগীদের সেই অবস্থা বোঝার জন্য এদের এবার কলকাতা পুরসভা ও বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা প্রশিক্ষণ দেবেন। নাম দেওয়া হচ্ছে "মন ভালো হোক" । তাতে তাঁরা নাগরিকদের চিহ্নিত করে চিকিৎসকদের কাছে ইউপিএইচসিতে পাঠাতে পারবেন। এর ফলে মানসিক রোগ বৃদ্ধি পাওয়ার প্রবণতা অনেকটাই কমে যাবে বলে মনে করা হচ্ছে সংশ্লিষ্ট মহলের তরফে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
KMC || মানসিক স্বাস্থ্যে নজর দিতে কলকাতা পুরসভার বিশেষ উদ্যোগ
Next Article
advertisement
Birbhum News: রান্নার গ্যাসের ভর্তুকির টোপ, বীরভূমে ফাঁদে পা দিয়ে অনেকের সর্বনাশ! কীভাবে প্রতারণা? সাবধান হোন আগেভাগে
রান্নার গ্যাসের ভর্তুকির টোপ, বীরভূমে ফাঁদে পা দিয়ে অনেকের সর্বনাশ!কীভাবে চলছে প্রতারণা?
  • পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারকেরা নিজেদের গ্যাস অফিসের কর্মী পরিচয় দিয়ে প্রথমে ফোন করে। ভর্তুকির টাকা এখনও অ্যাকাউন্টে ঢোকেনি, এই অজুহাতে গ্রাহকদের গ্যাস কার্ড নম্বর ও ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হয়।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement