প্রশ্নপত্রের সুরক্ষা নিয়ে চিন্তিত উচ্চমাধ্যমিক সংসদ, এর জন্য কী কী বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে ?

Last Updated:

মাধ্যমিক থেকে শিক্ষা নিয়ে এবার উচ্চ মাধ্যমিকে নজিরবিহীন নিরাপত্তা আয়োজন করল সংসদ।

Representational Image
Representational Image
#কলকাতা: মাধ্যমিক থেকে শিক্ষা নিয়ে এবার উচ্চ মাধ্যমিকে নজিরবিহীন নিরাপত্তা আয়োজন করল সংসদ। প্রশ্নপত্র পরীক্ষাকেন্দ্রে পৌঁছনো থেকে শুরু করে পরীক্ষার্থীদের হাতে তা দেওয়া পর্যন্ত একাধিক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। তৈরি করা হয়েছে বিশেষ দুটি পদ্ধতিও। কে, কখন, কোথা থেকে প্রশ্নপত্র নিচ্ছেন তা প্রতিদিনই লিখতে হবে। গতবারের থেকে এবার পরীক্ষার্থীর সংখ্যা ৫৩ হাজার বেড়েছে। এবছর পরীক্ষা দিচ্ছেন ৮ লক্ষ ২৬ হাজার ২৯ জন পড়ুয়া।
মাধ্যমিকে ময়নাগুড়ির সুভাষনগর স্কুলের ঘটনা পরীক্ষার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। তাই সাতাশে মার্চ উচ্চ মাধ্যমিক শুরুর আগে থেকেই কোমর বাঁধছে সংসদ। যে কোনও জালিয়াতি রুখতে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রতিটি ধাপ।
-প্রশ্নপত্রের নিরাপত্তা আরও জোরদার করতে এবার ভেন্যু সুপারভাইজদের কাছে পাঠানো হচ্ছে কোয়েশ্চন ডিস্ট্রিবিউশন ফর্মাট পাঠানো হচ্ছে
advertisement
advertisement
– ওই ফর্ম্যাটে কার মাধ্যমে, কোন বিষয়ে, কটি প্রশ্নপত্র নেওয়া হল তা লিখতে হবে
– অতিরিক্ত প্রশ্নপত্র গেলে তা ফেরত দিতে হবে
– নেওয়া প্রশ্নপত্র সম্পর্কে বিস্তারিত তথ্য ও গ্রহণকারীর সই থাকতে হবে
পরীক্ষাকেন্দ্র ও পরীক্ষার নিরাপত্তার জন্য থাকছে বিশেষ ব্যবস্থা।
advertisement
-ভেন্যু সুপারভাইজারদের জন্য থাকছে এগজামিনেশন সিকিওরিটি ফর্ম্যাট
– শিক্ষক বা অশিক্ষক কর্মীরা পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না
– সংসদের বিধি লঙ্ঘন করলে ওই ফর্ম্যাট পূরণ করে পাঠাবেন ভেন্যু সুপারভাইজাররা
– সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে পারবে সংসদ
advertisement
-পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যে পরীক্ষার্থী বা পরীক্ষার সঙ্গে যুক্ত কেউ টয়লেটে যেতে পারবেন না
– বারকোডের পাশাপাশি এবার প্রশ্নপত্রে থাকছে ম্যানুয়াল ট্র্যাকিং সিস্টেম
advertisement
– পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্রের প্যাকেট খোলা থেকে শুরু করে যাবতীয় নজরদারি চালাবেন বিশেষ অবজার্ভার বা সংসদ মনোনীত প্রতিনিধি
– কেবলমাত্র ভেনু সুপারভাইজার অর্থাৎ প্রতিটি পরীক্ষাকেন্দ্রের প্রধান শিক্ষকরাই মোবাইল ব্যবহার করতে পারবেন
– অন্য কেউ মোবাইল ব্যবহার করছেন কিনা তা দেখবেন স্পেশাল অবজার্ভাররা
advertisement
– ১৫০ স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রে বিশেষ পর্যবেক্ষক দল পাঠাবে সংসদ
– প্রতিটি পরীক্ষা হলে হলে ৩ জন ইনভিজিলেটর থাকবে
– পরীক্ষা হলে কেউ মোবাইল নিয়ে রয়েছেন কিনা তা দেখবেন
– এবারই প্রথন ভেন্যু সুপারভাইজার অর্থাৎ প্রধান শিক্ষককে এগজামিনেশন সিকিউরিটি ফর্ম্যাট পাঠানো হচ্ছে
advertisement
– ওই ফর্ম্যাটে শিক্ষক বা অশিক্ষক কর্মী মোবাইল ফোন নিয়ে এসে সংসদের বিধি লঙ্ঘন করলে ওই ফর্ম্যাট পূরণ করে পাঠানো যাবে
– সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে পারবে সংসদ
এবারই ভেন্যু সুপারভাইজারদের কাছে প্রশ্নপত্রের নিরাপত্তা আরও জোরদার করতে কোয়েশ্চন ডিস্ট্রিবিউশন ফর্ম্যাট পাঠানো হচ্ছে  ৷  ওই ফর্ম্যাটে কার মাধ্যমে, কোন বিষয়ে , ক’টি প্রশ্নপত্র নেওয়া হল তা লিখতে হবে ৷ প্রশ্নপত্র নেওয়া সম্পর্কে বিস্তারিত তথ্য ও গহণকারীর সই থাকতে হবে ৷ মূলত মাধ্যমিকের অঙ্ক প্রশ্নপত্র জালিয়াতির ঘটনার পরপরই সংসদের তরফে আগেই উদ্যোগ নেওয়া হয়েছিল। এতে আরও সতর্ক সংসদ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রশ্নপত্রের সুরক্ষা নিয়ে চিন্তিত উচ্চমাধ্যমিক সংসদ, এর জন্য কী কী বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে ?
Next Article
advertisement
Mamata Banerjee on SIR: A-র বদলে E হলেই নাম বাদ, ভোটার তালিকায় বানান বিভ্রান্তি নিয়েও সরব মমতা! দায়িত্ব দিলেন সৌগতকে
A-র বদলে E হলেই নাম বাদ, ভোটার তালিকায় বানান বিভ্রান্তি নিয়েও সরব মমতা! দায়িত্ব দিলেন স
  • নেতাজি ইন্ডোরে বিএলএ-দের নিয়ে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়৷

  • নামের বানান জট নিয়ে সরব তৃণমূলনেত্রী৷

  • কীভাবে ভোটারদের বাদ যাওয়া নাম ফেরানোর চেষ্টা, বিএলএ-দের দিলেন পরামর্শ৷

VIEW MORE
advertisement
advertisement