Sovandev Chattopadhyay on DA: গরিব মানুষের জন্য প্রকল্প চালাতে গিয়েই ডিএ-তে কোপ! মন্ত্রীর যুক্তিতে নয়া বিতর্ক
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
শোভনদেব চট্টোপাধ্যাায়ের এই যুক্তিকে মানতে রাজি হননি রাজ্যের বিরোধী দলের নেতারা৷ সিপিএম নেতা সুজন চক্রবর্তীর অভিযোগ, রাজ্য সরকার আদালতে যা বলছে এবং মন্ত্রী যা বলছেন তা পরস্পর বিরোধী৷
#কলকাতা: গরিব মানুষের জন্য জনহিতকর প্রকল্প চালাতে গিয়েই ডিএ দিতে গিয়ে আর্থিক টানাটানির মধ্যে পড়ছে রাজ্য সরকার৷ এ দিন এমনই দাবি করলেন রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়৷ যদিও মন্ত্রীর এই বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলের নেতারা৷ মন্ত্রীর যুক্তি মানতে নারাজ রাজ্য সরকারি কর্মী সংগঠনের নেতারাও৷
কলকাতা হাইকোর্টে সর্বশেষ হলফনামা দিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই মুহূর্তে সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে গেলে অপ্রত্যাশিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে৷ হলফনামাতেই রাজ্য সরকার বুঝিয়ে দিয়েছে,বকেয়া ডিএ দেওয়ার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন, তা এখন রাজ্য সরকারের হাতে নেই৷
advertisement
advertisement
এই পরিপ্রেক্ষিতেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, 'আর্থিক প্রকল্পগুলির মাধ্যমে মানুষকে স্বাবলম্বী করে তুলেছেন মুখ্যমন্ত্রী, সেগুলি বন্ধ করা সম্ভব হচ্ছে না৷ মনে রাখতে হবে সরকারি কর্মীরা সংগঠিত কর্মচারী৷ তাঁদের মাইনে যথেষ্ট৷ রাজ্যের দশ কোটি মানুষের মধ্যে কত লক্ষ সরকারি কর্মচারী আছেন? গরিব মানুষের জন্য মমতা কাজ করছেন বলেই অর্থে টান পড়ছে৷'
advertisement
কৃষিমন্ত্রীর আরও সংযোজন, 'কোনটা আগে, কীসে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন সেটা বুঝতে হবে৷ একজন হয়তো সপ্তাহে একদিন কী দু' দিন মাছ কিনে খেতে পারছেন৷ আর একজন মানুষ যে প্রতিদিন হয়তো খেতেই পান না৷ তাহলে তাঁর কথা আগে ভাবতে হবে৷ এটা সবারই বোঝা উচিত৷ মুখ্যমন্ত্রী নিশ্চয়ই ডিএ মিটিয়ে দেবেন৷'
আরও পড়ুন: চোখ কেন ঢাকা? ভিড়ের মধ্যেও ছোট্ট মেয়েকে দেখেই এগিয়ে গেলেন অভিষেক, মিলল চিকিৎসার আশ্বাস
advertisement
যদিও শোভনদেব চট্টোপাধ্যাায়ের এই যুক্তিকে মানতে রাজি হননি রাজ্যের বিরোধী দলের নেতারা৷ সিপিএম নেতা সুজন চক্রবর্তীর অভিযোগ, রাজ্য সরকার আদালতে যা বলছে এবং মন্ত্রী যা বলছেন তা পরস্পর বিরোধী৷ তাঁর কটাক্ষ, 'প্রায়োরিটি ঠিক করতে এগারো বছর চলে গেল? আর কত বছর লাগবে?' প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, 'রাজ্য সরকারের কর্মচারীদের ঘরেও তো অভাব, অভিযোগ৷ ডিএ টা তাদের প্রাপ্য৷ পরিষেবার বিনিময়ে এটা তাঁদের প্রাপ্য৷ মুখ্যমন্ত্রী বা সরকারের বোঝা উচিত সবকিছুর মধ্যে ভারসাম্য রাখতে হবে৷ কেন আর্থিক বিপর্যয় সেটা তো সরকারকে জানাতে হবে৷ সরকারের মাথার উপরে ঋণের বোঝা ৬ লক্ষ কোটি টাকায় পৌঁছে গেছে৷
advertisement
'
রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ গভার্নমেন্ট এমপ্লয়িজ-এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, 'শোভনদেববাবু ট্রেড ইউনিয়নের নেতা ছিলেন৷ উনি সব জেনেও এই কথা কীভাবে বলেন! কর্মচারীদের প্রাপ্য ডিএ দেওয়ার মতো অর্থ যে সরকারের কাছে আছে, তা আমরা আদালতে প্রমাণ করে দিয়েছি৷ রাজ্য সরকারের শূন্যপদ বাড়তে বাড়তে সাড়ে চার লক্ষে পৌঁছে গিয়েছে৷ চুক্তি ভিত্তিক কর্মী, সিভিক ভলেন্টিয়ার দিয়ে কাজ করিয়ে আর পুনর্নিয়োগের মাধ্যমে এই শূন্যপদগুলি ভরানো হচ্ছে৷'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 05, 2022 3:00 PM IST